শেষ আপডেট: 11th June 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফল প্রকাশের পরই কোচবিহারের দিনহাটার তিনটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার একই ঘটনা দেখা গেল বলরামপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান-সহ পাঁচ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন।
ফলে ভোটের ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে কোচবিহারের চারটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। অন্যদিকে দুর্নীতির অভিযোগ এনে এদিনই বিজেপির দখলে থাকা তুফানগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।
যদিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায়ের অভিযোগ, "কোনও দুর্নীতি হয়নি, ভোটে জিতেই সন্ত্রাসের পথে নেমে পড়েছে তৃণমূল। যে সমস্ত জায়গায় বিজেপি শক্তিশালী সেখানে বেছে বেছে চাপ সৃষ্টি করে আমাদের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের জোর করে তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হচ্ছে। রাজ্য নেতৃত্বকে সমস্ত ঘটনা জানিয়েছি।"
বিজেপির অভিযোগ উড়িয়ে দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "গত পাঁচবছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে নিশীথ শুধু রাজনীতি করে গিয়েছেন। কোনও উন্নয়ন করেনি। সেকারণেই বিজেপির কর্মী-সমর্থকরাও তৃণমূলের উন্নয়নে সামিল হতে চাইছেন।নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে সন্ত্রাসের সাজানো অভিযোগ সামনে আনছে বিজেপি। "
প্রসঙ্গত, নিশীথের আসন দিয়েই এবারের লোকসভা ভোটে উত্তরবঙ্গে জয় পেয়েছে তৃণমূল। ফল প্রকাশের পর মানুষকে ধন্যবাদ জানাতে গিয়ে কোচবিহারের প্রসঙ্গ আলাদা করে উল্লেখ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "কোচবিহারের মানুষ ছোট স্বরাষ্ট্রমন্ত্রীর কোমর ভেঙে দিয়েছে। আগামীদিনে উত্তরবঙ্গ জুড়ে একই অবস্থা হবে বিজেপির।"
সূত্রের খবর, চলতি সপ্তাহে বিজেপির দখলে থাকা আরও ২টি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তৃণমূলে যোগ দেবেন। স্বভাবতই, দলের এই ধস নিশীথ প্রামাণিক বা বিজেপির জেলার নেতৃত্ব কীভাবে সামাল দেন বা আদৌ সামাল দিতে পারবেন কিনা, তা নিয়েও কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে।