অমেঠিতে কংগ্রেসের কার্যালয়ের বাইরে তাণ্ডব
শেষ আপডেট: 6 May 2024 06:11
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের অমেঠির কংগ্রেস অফিসে ভাঙচুরের ঘটনা ঘটল। কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। এবং এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করে পোস্ট করেছে হাত শিবির।
রবিবার মাঝরাতে অমেঠির কংগ্রেস কার্যালয়ের বাইরে তাণ্ডব চালায় কয়েকজন দুষ্কৃতী। পরপর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। কংগ্রেস দাবি করেছে, অমেঠিতে হারের ভয় পাচ্ছে বিজেপি। তাই এখন থেকে হিংসার আশ্রয় নিয়েছে তারা। বিরোধী শিবিরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে চাইছে। তাই গুন্ডা ভাড়া করে সন্ত্রাস ছড়াচ্ছে।
কংগ্রেসের এও অভিযোগ, লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সময়ে তাঁদের কোনও দলীয় কর্মী সেখানে উপস্থিত থাকলে প্রাণহানি হতে পারত। এই ঘটনাকে কংগ্রেস কর্মী এবং অমেঠির মানুষের ওপর হামলা বলে অ্যাখ্যা দিয়েছে হাত শিবির। কারণ, হামলা শুধু কংগ্রেস কর্মীদের নয়, স্থানীয় কিছু মানুষের গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও দুষ্কৃতীদের কাউকে এখনও চিহ্নিত করা যায়নি।
সোমবার রায়বেরলি এবং অমেঠিতে ভোট প্রচারে যাবেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তার আগেই এই ধরনের ঘটনায় উদ্বেগে কংগ্রেস শিবির। আগামী ২০ মে পঞ্চম দফায় এই দু'জায়গাতেই ভোট রয়েছে। উল্লেখ্য, অমেঠিতে রাহুল গান্ধীর প্রার্থী হওয়ার জল্পনা থাকলেও তিনি প্রার্থী হচ্ছেন রায়বেরলি থেকে। গত শুক্রবার সকালে এই ঘোষণা করে কংগ্রেস।