শেষ আপডেট: 3rd April 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: একদিনেই ভোলবদল! ২৪ ঘণ্টা আগে নরেন্দ্র মোদীকে খোঁচা দেওয়া রাহুল গান্ধীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বক্সার বিজেন্দ্র সিং। তারপর নিজেই যোগ দিলেন বিজেপিতে! অলিম্পিক্সে পদক জেতা প্রথম ভারতীয় বক্সারের এই কাণ্ডে অস্বস্তিতে হাত শিবির। তবে বিজেন্দ্র নিজের শিবির বদলের কারণ ব্যাখ্যা করেছেন।
২০১৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিজেন্দ্র। ভোটে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু হেরে যান। তবে বিজেপি বিরোধী অবস্থান থেকে সরে আসেননি। কিন্তু এবারের লোকসভা নির্বাচন শুরু হওয়ার কয়েকদিন আগে হঠাৎ দল পাল্টে ফেললেন তিনি। বিজেন্দ্র বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন। বলেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থে, তাঁদের উন্নতির জন্য কাজ করতে চান।
রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা করেছিলেন তার প্রথম পর্যায়ের যাত্রায় দেখা গেছিল বিজেন্দ্রকে। পাশাপাশি একাধিক ইস্যুতে মোদী সরকারকে খোঁচা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের পাশে যেমন দাঁড়িয়েছিলেন বিজেন্দ্র, তেমনই দেশের কুস্তিগীরদের একাংশ যখন বিজেপির ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও তাঁদের পাশে দেখা গিয়েছিল বক্সারকে। সেই বিজেন্দ্রই এখন গেরুয়া শিবিরে সামিল হলেন।
বুধবারই কেরলের ওয়েনাড়ে লোকসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী। এদিনই দল ছাড়লেন বিজেন্দ্র। যদিও কংগ্রেস শিবিরের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, ২০১৯ সালে দক্ষিণ দিল্লিতে কংগ্রেসের প্রার্থী হয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিজেন্দ্র সিং। তৃতীয় স্থানে শেষ করেছিলেন তিনি। তাঁর আগে ছিলেন বিজেপির রমেশ বিধূরি এবং আম আদমি পার্টির রাঘব চড্ডা।