শেষ আপডেট: 6th June 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: এক সময়ে মফস্বল এলাকায় স্কুলের স্পোর্টসে সান্ত্বনা পুরস্কার প্রচলিত ছিল। ছোটদের শ্রেণির জন্যই মূলত তা রাখা হত। কারণ, ছোটরা হারজিত বোঝে না। পুরস্কার না পেয়ে অনেকে কান্নাকাটি করত বলে পেনসিল বক্স, টিফিন বাক্স গোছের সান্ত্বনা পুরস্কার দেওয়া হত।
লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি হলেও তেমন সান্ত্বনা পুরস্কার একটা জুটল বটে। বাংলায় খাতায়কলমে এখন বিজেপির বিধায়ক সংখ্যা হল ৭৬। ২০২১ সালের বিধানসভা ভোটে তারা ৭৭টি আসনে জিতেছিল। ধূপগুড়ির উপ নির্বাচনে হেরে যাওয়ায় একটি কমেছে। কিন্তু এবার লোকসভা ভোটে বিধানসভাওয়াড়ি ফল দেখে বোঝা যাচ্ছে রাজ্যে ৯০টি বিধানসভায় তারা লিড পেয়েছে। অর্থাৎ বিধানসভায় তাঁদের বর্তমান যা শক্তি (৭৬), তার থেকে ১৪টি বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। কোথাও সেই লিড বাম-কংগ্রেস বা তৃণমূলের তুলনায় অনেকটা বেশি, কোথাও এক্কেবারে ঘাড়ে ঘাড়ে।
২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় ১৮টি আসনে জিতেছিল বিজেপি। সেই হিসাবে শতাধিক বিধানসভা আসনে এগিয়ে ছিল তারা। একুশের ভোটে ঝাঁপিয়ে পড়তে সেটাই শক্তি জুগিয়েছিল দিলীপ ঘোষদের। কিন্তু ফলাফল হয়ে যায় উল্টো। তাদের প্রায় ২ শতাংশ ভোট কমে যায়। বিধানসভায় মাত্র ৭৭টি আসনে জেতে তারা।
এবার হিসাব মতো গত লোকসভা ভোটের তুলনায় ৬টি আসন কমেছে বিজেপির। বর্ধমান দুর্গাপুরে ডাহা হেরেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বালুরঘাট লোকসভায় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রায় কাঁদিয়ে ছেড়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। কোনওরকমে বালুরঘাট বিধানসভা আসন থেকে লিড নিয়ে ১০ হাজার ভোটে জিতেছেন সুকান্ত। ঘটনা হল, বালুরঘাট লোকসভার মধ্যে ৭টি বিধানসভার ৪টিতেই এগিয়ে তৃণমূল। বিজেপি লিড পেয়েছে মাত্র ৩টি বিধানসভায়।
মাত্র দুটি লোকসভা আসনে বিজেপি এবার ৭টি বিধানসভার ৭টিতেই জিতেছে। সেই দুটি লোকসভা আসন হল তমলুক ও আলিপুরদুয়ার। দার্জিলিং লোকসভার ৭টি বিধানসভার মধ্যে ৬টিতে জিতেছে তারা। একমাত্র চোপড়া বিধানসভায় হেরেছে। তবে সেখানে হারের ব্যবধানও অনেক। চোপড়ায় তৃণমূলের থেকে প্রায় ৯২ হাজার ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি।
রানাঘাট ও বনগাঁতেও ৬টি করে বিধানসভায় লিড পেয়েছে বিজেপি। বনগাঁ লোকসভার স্বরূপনগর আসনটিতে শুধু লিড পেয়েছে তৃণমূল। তবে সেই ব্যবধান বিপুল। প্রায় চল্লিশ হাজার। রানাঘাটে একমাত্র নবদ্বীপ ছাড়া সবকটি বিধানসভায় জিতেছে বিজেপি।
তৃণমূলের অনেক নেতার মতে, বাম-কংগ্রেস তৃণমূলের মধ্যে ভোট কেটেছে। তার সুবিধা পেয়েছে বিজেপি। তবে এও ঠিক বাংলায় গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট শতাংশ কমলেও বিধানসভা নির্বাচনের হিসাবে সামান্য বেড়েছে। একুশ সালের বিধানসভা ভোটে বিজেপি বাংলায় ৩৮.১৫ শতাংশ ভোট পেয়েছিল। এবার লোকসভা ভোটে তারা পেয়েছে ৩৮.৭৩ শতাংশ ভোট।