শেষ আপডেট: 17th April 2024 22:16
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর' স্লোগান দিয়েছিল বিজেপি। ঘটনার দিন কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। গতকাল, মঙ্গলবারের এক জনসভা থেকে এই প্রসঙ্গে জিভ টেনে নেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্যের বিরোধিতা করে নির্বাচন কমিশন গেল বিজেপি। হিংসা ছড়ানোর অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারের চালসায় বিজেপির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছিল। মঙ্গলবারের সভা থেকে থেকে মমতা বলেন, ''আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। সেদিন ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি!'' এই মন্তব্যকেই হাতিয়ার করে কমিশন চিঠি দিয়েছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, জলপাইগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের হিংসায় প্ররোচিত করেছেন। যা আদর্শ আচরণবিধির বিরুদ্ধে।
একই সঙ্গে এই প্রসঙ্গে ভোট পরবর্তী হিংসার আশঙ্কাও করেছে বিজেপি। তাঁদের সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট, এখন ভোটের জন্য তিনি সংযত থাকছেন। তবে ভোট মিটে যাওয়ার পর হিংসা শুরু হতে পারে! আদর্শ আচরণ বিধি অনুযায়ী, ভোটের আগে এমন কথা বলা যায় না। এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ করতে হবে, এমন দাবি জানিয়েছে বিজেপি।
জলপাইগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী-শাহকেও নিশানা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ''আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব, উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। ওই ধরনের কথা আমি বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না।''