শেষ আপডেট: 24th April 2024 13:08
দ্য ওয়াল ব্যুরো: বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পর এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়।
এই কদিন আগে পর্যন্ত তৃণমূলের বরাহনগরের বিধায়ক ছিলেন তাপস। স্বভাবতই, ভোটের মুখে শাসকদলের মন্ত্রীর বাড়িতে বিরোধী দলের প্রার্থীর আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বুধবার সকালে শ্যামবাজারে ২৫০, চিত্তরঞ্জন এভিনিউয়ের বাড়িতে পৌঁছে যান তাপস। এই বাড়ির প্রাক্তন কর্তা, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজা। আজও প্রয়াত নেতাকে নিজের গুরু হিসেবে মানেন তাপস।
বলছিলেন, "আমার দেখা দীর্ঘ রাজনৈতিক জীবনে সেরার সেরা সাংসদ ছিলেন স্বর্গত অজিত পাঁজা। উনি আমার নেতা। শুধু তাই নয়, ওনার হাত ধরেই আমার হাইকোর্টে প্রবেশ, উনি আমার সিনিয়র ছিলেন।"
কথা বলতে বলতে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তাপস। তাঁর কথায়, "এই বাড়িটা তো আমার কাছে মন্দিরের সমান। এই বাড়িতে ১৯৭৯ সাল থেকে আমার যাতায়াত ছিল। তাই তাঁকে প্রণাম করতে এসেছিলাম। আর্শীবাদ নিতে এসেছিলাম। দেখা হয়ে গেল শশী পাঁজার সঙ্গেও।"
প্রসঙ্গত, অজিত পাঁজার বৌমা হলেন শশী পাঁজা। শশীর সঙ্গেও দেখা করেন, ভোটের আবেদনও জানান। তাপসের কথায়, "শশীও তো উত্তর কলকাতার বাসিন্দা। প্রার্থী হিসেবে ওর কাছেও ভোটের আবেদন জানিয়েছি।"
রাজনৈতিক সৌজন্য দেখান, মন্ত্রী শশীও। তাপসবাবুকে সাদরে আমন্ত্রণ জানানো হয়। দেওয়া হয়, খাবার জল। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলেন তাপস। এর আগে গত ২২ এপ্রিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আর্শীবাদ নিতে আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছিলেন তাপস।