শেষ আপডেট: 2nd March 2024 22:28
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেয় বিজেপি পশ্চিমবঙ্গের জন্য প্রথম পর্যায়ে ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আসানসোলে দলের তরফে প্রার্থী করা হয়েছে ভোজপুরী নায়ক ও গায়ক পবন সিংকে।
পবনের নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করার কিছু পরেই পবন সিংয়ের মিউজিক ভিডিওর কিছু পোস্টার টুইটারে শেয়ার করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদও। উনিশের লোকসভা ভোটে আসানসোলে বিজেপি জিতেছিল। কিন্তু বাবুল সুপ্রিয় মাঝপথে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন। তারপর উপনির্বাচন হয়, তৃণমূলের টিকিটে জিতে যান বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা।
পবন সিংকে বিজেপি প্রার্থী করতেই ভোজপুরী গায়ক ও নায়কের মিউজিক ভিডিওর কিছু পোস্টার টুইটে শেয়ার করে বাবুলের কটাক্ষ, "আমি ব্যক্তিগতভাবে এটি যাচাই করিনি বা যাচাই করব না। তবে আমি এই চলচ্চিত্রগুলির পোস্টারে আপ্লুত হয়েছি! শিল্পী পবনজির বিরুদ্ধে আমার কোনও বক্তব্য নেই। তবে এই পোস্টারগুলি যদি সত্য হয় তবে বাংলার জন্য এবং বিশেষ করে বাংলার মহিলাদের জন্য বিজেপি কী ধরনের সম্মান দেখায় তা স্পষ্ট।"
সম্প্রতি সন্দেশখালি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। এদিন কৃষ্ণনগরের সভা থেকে এব্যাপারে মুখ খুলেছিলেন মোদীও। বাবুল বিজেপির প্রার্থীর মিউজিক ভিডিওর পোস্টার তুলে ধরে বোঝাতে চেয়েছেন, বিজেপি নারীর প্রতি যথাযথ সম্মান দেখায় না।
বাবুলের টুইট ঘিরে ইতিমধ্যে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এ ব্যাপারে বিজেপি প্রার্থী পবন সিং বা বিজেপি নেতৃত্বর কারও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।