শেষ আপডেট: 18th April 2024 17:37
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ির উপর হামলা চালানোর চেষ্টা করার অভিযোগ উঠল কয়েকজনের মদ্যপের বিরুদ্ধে। এ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল রানাঘাটে।
শান্তিপুরে একটি মাছের ভেড়ি লিজ নেওয়া রয়েছে জগন্নাথবাবু। সেখানে মাছ চাষ করেন তিনি। এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি।
কিছুদিন আগে জগন্নাথবাবু জানতে পারেন, তাঁর ভেড়ি থেকে মাছ চুরি হচ্ছে। বৃহস্পতিবার প্রচারে বেরোনোর আগে তিনি ভেড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, ভেড়িতে ঢোকার রাস্তায় বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অভিযোগ, বেড়া পেরিয়ে ঢোকার চেষ্টা করলে মদ্যপ অবস্থায় সাবল নিয়ে তাঁর গাড়ির দিকে তেড়ে আসে এক ব্যক্তি। কিন্তু টাল সামলাতে না পেরে ওই ব্যক্তি পড়ে যান। পরে আরও কয়েকজন মদ্যপ তাঁর গাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু জগন্নাথবাবুর দেহরক্ষীরা তাদের আটকে দেয়।
এই ঘটনা নিয়ে জগন্নাথবাবুর অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ পরে ঘটনাস্থলে এসেছিল তারা।