শেষ আপডেট: 25th May 2024 13:59
দ্য ওয়াল ব্যুরো: ভোটের দিন সকাল থেকেই মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ কোথাও দলের পোলিং এজেন্টকে বুথে ফিরিয়ে এনেছেন ৷ আবার কোথাও পুলিশের সঙ্গে তর্ক জুড়লেন৷ বুথের বাইরে পুলিশ কী করছে, সেই প্রশ্ন তুলেও সরব হন তিনি ৷ তবে তারই মাঝে অগ্নিমিত্রাকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা গো ব্যাক স্লোগানও দেন৷ বিক্ষোভের মুখে পড়েন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।ছড়িয়ে পড়ে উত্তেজনা।
এদিন সকালে অগ্নিমিত্রা পল খড়্গপুরের গ্রামে ভোট পরিদর্শনে যান। পুলিশ সেই কনভয় আটকে দেয়। পরে গ্রামবাসীরা প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন,‘‘আমার কনভয়ে মোট তিনটি গাড়ি রয়েছে। বাকি তো সংবাদমাধ্যমের গাড়ি। রাজ্যের পুলিশ এটা সহ্য করতে পারছে না। তাই আটকাচ্ছে।’’
অন্যদিকে, কেশিয়াড়িতে একটি বুথে রাজ্য পুলিশ ঢুকেছিল বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কান্দামারি আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ঘটনা। অগ্নিমিত্রা জানিয়েছেন, তাঁর কাছে অভিযোগ আসে যে ওই বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। তাঁকে তৃণমূলের লোকজন বসতে দিচ্ছে না। এরপরই সেখানে বিজেপি প্রার্থীকে 'দাবাং' মেজাজে দেখা যায়।
বুথের ভিতর ঢুকে পুলিশকে বার করে দেন অগ্নিমিত্রা। আঙুল উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে অগ্নিমিত্রা প্রশ্ন করেন, “রাজ্য পুলিশকে কেন ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন?” তারপর ওই বুথে বিজেপির এজেন্টকে বসিয়ে দেন। তবে বুথ থেকে বেরোলে বিজেপি প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভও দেখায় তৃণমূল। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই তৃণমূলের প্রার্থী জুন মালিয়া আর বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের। দুজনেই সেলিব্রিটি। তাই প্রথম থেকেই নজরে এই কেন্দ্র। আজ তাঁদের ভোটযুদ্ধে ভাগ্য নির্ধারণের দিন।