শেষ আপডেট: 30th May 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ। বিজেপি নিশ্চিত যে তারা ৪০০ আসন বা তার বেশি পাবে এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। সেই ভেবে ইতিমধ্যেই মোদীর শপথগ্রহণের পুরো পরিকল্পনা করে ফেলেছে গেরুয়া শিবির, এমনটাই সূত্রের খবর। কোথায়, কবে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী সেটাও নাকি ঠিক হয়ে গেছে।
২০১৪ এবং ২০১৯ সালে নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতি ভবনের সামনের উঠোনে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু এবার আর তেমনটা হবে না। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত 'কর্তব্য পথ'-এ খোলা মঞ্চ করা হবে। সেখান থেকেই শপথ নেবেন মোদী।
আগামী ৯ জুন এই শপথগ্রহণ অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছে, এমনটাই বিজেপি সূত্রের খবর। প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত সড়ক ‘রাজপথ’-এর নাম বদলে ‘কর্তব্য পথ’ করেছিলেন নরেন্দ্র মোদী নিজেই।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী শপথ নিয়েছিলেন ২৬ মে। দ্বিতীয়বার অর্থাৎ ২০১৯ সালে ৩০ মে হয়েছিল তার শপথগ্রহণ। চলতি বছর প্রায় দেড় মাস ধরে হচ্ছে লোকসভা নির্বাচন। গোটা মে মাস জুড়েই ভোট হয়েছে। ভোট শেষ হয়ে ফলপ্রকাশ হবে জুনের প্রথম সপ্তাহে। তাই দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান করতে চাইছে বিজেপি।
আগামী ৪ তারিখ নিয়ে বিজেপির আত্মবিশ্বাস যে তুঙ্গে তা বলতে দ্বিধা নেই। তবে বিরোধী শিবিরের দাবি, আত্মতুষ্টিতে ভুগছে বিজেপি, তাদের জন্য এটাই যে শেষ নির্বাচন তা বুঝতে পারছে না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ প্রত্যেক বিরোধী দলই দাবি করেছে, ২০০-র কম আসন পাবে বিজেপি এবং ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট।
একাধিক নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট দাবি করেছেন, ১৯০-১৯৫টি আসন পাবে বিজেপি আর ৩১৫ বা তার বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসবে জোট। এখন এটাই দেখার কাদের ভবিষ্যদ্বাণী মেলে আগামী ৪ জুন।