মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহা।
শেষ আপডেট: 27th April 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি দেশের প্রকৃত সম্পদদের সম্মান করতে জানে না বলে আগেই বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী প্রচারেও সেই প্রসঙ্গ টেনে আনলেন মমতা।
শনিবার আসানসোলের কুলটির নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার ভারত রত্ন পাওয়া উচিত ছিল।, এই সরকার, এরা সম্মান দেয়নি। আমি ওনাকে (শত্রুঘ্ন সিনহা) বাংলায় সম্মান দিয়ে নিয়ে এসেছি।"
আসানসোল লোকসভার বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা এবারেও এখানে তৃণমূল প্রার্থী।
গতবছর রাখিপূর্ণিমার দিন মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় গিয়ে তাঁকে রাখি পরিয়ে এসেছিছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও বর্ষীয়ান, কিংবদন্তি অভিনেতার ভারতরত্নের দাবিতে সরব হয়েছিলেন মমতা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁরা ক্ষমতায় থাকলে আরও আগেই অমিতাভকে ভারতরত্ন দিতেন।
এদিন নির্বাচনী সভা থেকেও ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, বিজেপি সরকার ভারতরত্নের মতো সম্মান প্রদানের ক্ষেত্রেও রাজনীতি করে।
সরাসরি মোদীকে আক্রমণ করে মমতা বলেন, "বিজেপির সরকার জুমলা সরকার। এখানে কর তুলে নিয়ে গেলেও আমরা সুবিধা পাই না। রেশন বাবদ ১২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা করেন।"
একই সঙ্গে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়ার উদ্দেশে মমতার প্রশ্ন, ‘‘আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দাররা শিখ পুলিশ কর্মীকে খলিস্তানি বললেন তখন কেন চুপ ছিলেন?’" ১০০ দিনের কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও বিজেপি সাংসদ নীরব কেন সেই প্রশ্নও তোলেন মমতা।