শেষ আপডেট: 3rd March 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: এজলাসে অনেক সময়ই তাঁদের বাদানুবাদ সৌজন্যের মাত্রা ছাড়িয়েছে। ব্যক্তিগত আক্রমণ করেছেন একে অপরকে। আবার দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথায় রেখে বিবাদ মিটিয়েও নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। রবিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত জানার পর অরুণাভ বলেন, ‘অভিজিৎ ভুল করছে। ও জানে না, রাজনীতির অন্দরমহল কত নোংরা এবং দুর্নীতিগ্রস্থ। সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন তো!’
এজলাসে ঝগড়াঝাঁটি হলেও বয়সে অনেক ছোট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে অরুণাভ বরাবর শ্রদ্ধাশীল। বারে বারে বলেছেন, ‘অভিজিৎ অত্যন্ত সৎ। ওঁর মধ্যে কোনওরকম ধান্দাবাজি নেই। ওঁর সমস্যা বড্ড বেশি আবেগপ্রবণ।’ তবে ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেও নানা সময়ে বিচারপতির এজলাসে এবং প্রকাশ্যে নানা মন্তব্যের সমালোচনা করেছেন অরুণাভ। বলেছেন, ‘একজন বিচারপতি এভাবে বলতে পারেন না।’
সেই প্রসঙ্গেই রবিবার অরুণাভকে প্রশ্ন করা হয়েছিল, অনেকেই মনে করেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই রাজনীতি শুরু করে দিয়েছিলেন। এ সম্পর্কে আপনি কী বলেন? অরুণাভ বলেন, ‘সে তো বটেই, উনি অনেক সময় মামলা বহির্ভূত রাজনৈতিক কথা বলেছেন। আমি বিভিন্ন সময় এজন্য সমালোচনা করেছি।’
রবিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বিচার বিভাগ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নামতে চলেছেন। কোন দলে যোগ দেবেন তা সরাসরি স্পষ্ট করেননি। তবে দুর্নীতিই যে তাঁর অন্যতম ইস্যু হবে তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষক নিয়োগ মামলা-সহ একাধিক বিষয়ে সাড়া ফেলে দেওয়া রায় দিয়ে তিনি রাতারাতি পরিচিত লাভ করেন। তবে সেই কাজ করতে গিয়ে নানা মন্তব্যের জেরে বারে বারে বিতর্কে জড়িয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের।
অরুণাভ বলেন, ‘অভিজিৎ জানেন না রাজনীতির অন্দরমহলটা কেমন। সেখানে দুর্নীতি, অনিয়মের পাহাড় জমে আছে।’ বিশিষ্ট এই আইনজীবীর প্রশ্ন, ‘সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন তো? লড়াই করবেন তো?’