শেষ আপডেট: 7th March 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: শেষ কবে বিজেপিতে এমন যোগদান দেখা গিয়েছে!
শেষ কবেই বা বিচারপতির পদে থেকে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে সমঝোতা করে ফেলেছেন কোনও মহামান্য!
রাজনীতিতে এখন যেন সবকিছুই হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে সল্টলেকে তাঁর বাসভবনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল ও যুবনেতা সজল ঘোষ। অগ্নিমিত্রা সাংবাদিকদের বলেন, আমরা ওঁকে নিয়ে যেতে এসেছি।
পর্যবেক্ষকদের অনেকের মতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁদের দলে নিয়ে আসা তাঁদের দলের কাছে 'প্রাইস ক্যাচ'। তাঁর যোগদানকে ভিন্নমাত্রা দিতেই 'জামাই আদরে' তাঁকে নিয়ে আসা হচ্ছে বাড়িতে। এর আগে রাজ্য বিজেপিতে অনেকেই যোগ দিয়েছেন। বুধবারই যোগ দিয়েছেন তাপস রায়। একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁদের কাউকেই এভাবে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি।
বিজেপিতে নাটকীয়ভাবে যোগদান করেছিলেন মহাভারতের দ্রৌপদীখ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলি। গলফ গার্ডেনের বাড়ি থেকে কালো স্করপিও চালিয়ে রূপা পৌঁছে গেছিলেন বিজেপি দফতরে। সেবার হইহই পড়ে গেছিল রূপাকে নিয়ে।
অভিজিতের বিজেপিতে যোগদান নিয়ে অবশ্য কোনও রহস্যের বাকি নেই। পদত্যাগের পর থেকেই তিনি খোলাখুলি এ কথা বলছেন। অভিজিতের কথায় "আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিজেপিও আমার সঙ্গে যোগাযোগ করেছিল।"
তবে দ্য ওয়ালে গত সোমবারই প্রকাশিত হয়েছিল যে শুধু বিজেপি নয়, অভিজিৎ নিজ উদ্যোগে যোগাযোগ করেছিলেন আরএসএস নেতাদের সঙ্গেও। তখনও তিনি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি।
শেষ কবে এমন হয়েছে!