শেষ আপডেট: 4th June 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে ওয়াই এস জগনমোহন রেড্ডি জমানার কফিনে শেষ পেরেক পোঁতার আর কয়েক মুহূর্তের অপেক্ষা। বিধানসভা ভোটের শেষ প্রবণতায় দেখা যাচ্ছে, তিনবারের মুখ্যমন্ত্রী তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু, বিজেপি ও পবন কল্যাণের জনসেনা পার্টির জোট সরকার গঠনের অবস্থায় পৌঁছে গিয়েছে। বিকেল ৪টে নাগাদ ওয়াইএসআরসিপি-র জগনমোহন রেড্ডি রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন। মনে করা হচ্ছে, ওই সময়েই তিনি পরাজয় স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন। অন্যদিকে, চন্দ্রবাবু নাইডু আগামী ৯ জুন অমরাবতীতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন।
নাইডুর শপথে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জোট গঠনের কারিগর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানিয়েছে টিডিপি সূত্র। বিধানসভা ও লোকসভা ভোটে যুগ্মবিজয়ী হতে চলার প্রতিটি খবর আসা মাত্রই দলীয় সদর কার্যালয়ে দেখা দেয় উৎসবের মেজাজ।
অন্ধ্রপ্রদেশে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোট হয়েছিল গত ১৩ মে। রাজ্যের ১৭৪টি আসনে একাই লড়াই করেছিল ওয়াইএসআরসিপি। সেখানে তেলুগু দেশম পার্টি প্রার্থী দিয়েছিল ১৪৪টিতে। পবন কল্যাণের জন পার্টি লড়েছিল ২১টি আসনে। বিজেপি দাঁড়িয়েছিল ১০টি আসনে।
জয় সম্পর্কে নিশ্চিত হতেই রাজ্য বিজেপি নেতৃবৃন্দ অভিনন্দন জানাতে চলে যান নাইডুর কাছে। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং দেশম পার্টির সভাপতি এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
টিডিপি সূত্র আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অভূতপূর্ব জয়ের কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী নাইডুকে ফোনে অভিনন্দন জানান।