শেষ আপডেট: 19th April 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুঠ করার চেষ্টা করবে বিজেপি! শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজারের সভা থেকে এই অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বস্তুত, এবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রতিটি বুথে ভোট হ্চ্ছে। বুথের বাইরে পাহারার দায়িত্বে রাখা হয়েছে রাজ্য পুলিশকে। শুক্রবার মুর্শিদাবাদের সভা থেকে এ ব্যাপারে বড় প্রশ্ন তুলেছেন মমতা।
নির্বাচন কমিশনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "কী করে রাজ্য পুলিশকে বাদ দিয়ে শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করাতে পারেন?" খানিক থেমে জবাবও দিয়েছেন মমতা নিজেই, "এটা করছে, যাতে ভোট বাক্স লুঠ করতে পারে। আমি সব প্রমাণ পেয়ে গেছি। যদি ভোট লুঠ হয়, শেষ পর্যন্ত লড়ে যাব।"
আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী এদিন এও বলেন, আগে কেন্দ্রীয় পুলিশ কিন্তু এভাবে বিজেপি ছিল না! এখন জোর করে ওরা করছে! আর্মি কোয়ার্টারগুলোকেও গেরুয়া করে দিচ্ছে।"
এরপরই বিজেপিকে নিশানা করে মমতার কটাক্ষ, "আরে সাধুরা গেরুয়া পরে,. তোরা আবার গেরুয়া হলি কবে! তোরা তো ওয়াশিং মেশিন। তৃণমূল করলে কালো, আর বিজেপি করলে সাদা। এইভাবে চলতে পারে না।"
ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটদানে বাধা তৈরির চেষ্টাও করা হতে পারে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেরকম পরিস্থিতি তৈরি হলে মা-বোনেদের খাতা খুন্তি নিয়ে তৈরি থাকার নিদান দিয়ে মমতা বলেন, "আমি জানি আপনাদের হাতা খুন্তির অনেক জোর, ভোটের দিন তৈরি থাকতে হবে, ওরা বাধা দিতে এলে জয় বাংলা স্লোগান দেবেন।"