শেষ আপডেট: 28th May 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভা থেকে সন্দেশখালির স্টিং ভিডিও অপারেশনের প্রসঙ্গ টেনে আনলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
রেখা বলেন, "আমার নামে কালিমালিপ্ত করা হচ্ছে। আমি ২০০০ টাকায় বিক্রি হয়নি, হবও না। প্রধানমন্ত্রীর সামনে এই প্রতিজ্ঞা করে যাচ্ছি।"
এদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরের নির্বাচনী সভায় মোদীর উপস্থিতিতে সংক্ষিপ্ত ভাষণ দেন সন্দেশখালির বাসিন্দা তথা বিজেপি প্রার্থী রেখা।
রেখা বলেন, "আপনারা জানেন আমার ওপর কি অত্যাচার হয়েছে। প্রধানমন্ত্রীর সামনে কথা দিয়ে যাচ্ছি। আপনাদের এই বোন পিছিয়ে যাবে না।"
শেষ দফায় ১ জুন রাজ্যের ৯টি আসনে ভোট হবে। তার মধ্যে রয়েছে বসিরহাট, যার অধীনে রয়েছে সন্দেশখালি। এর আগে বাংলা সফরে এসে একাধিকবার সন্দেশখালি প্রসঙ্গে সরব হয়েছেন প্রধানমন্ত্রী।
তবে সন্দেশখালির স্টিং ভিডিও নিয়ে এর আগে মোদী কোনও মন্তব্য করেননি। রেখার মন্তব্যের পর এই নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেন কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছিল।
রেখাকে 'মা দুর্গার পুজারি' সম্বোধন করে মোদী বলেন, "সন্দেশখালির মহিলারা বিচার চাইলে সেই মহিলাদেরই টার্গেট করেছে তৃণমূল। আমি ওঁর সাহসকে কুর্ণিশ জানাচ্ছি। রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পুজারি রেখা। শাহজাহান শেখদের মতো নেতাদের সাহস যাতে না বাড়ে, তার জন্য রেখার জেতা অত্যন্ত প্রয়োজনীয়। তৃণমূল মাকে ভয় দেখিয়েছে, মাটিকে অপমান করেছে।’’
সম্প্রতি সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়। যদিও ওই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। ওই ভিডিওয় সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ঘটনা সাজানো। ২ হাজার টাকার বিনিময়ে রেখা পাত্ররা সাজানো বয়ান দিয়েছেন। এমনকী ভোটে জিততে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাতেই সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে বলেও স্টিং ভিডিওয় বলতে শোনা যায় বিজেপি নেতাকে।
ওই ভিডিওকে ঘিরে বোটের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির। এদিনের সভা থেকে ওই প্রসঙ্গই টেনে এনেছেন রেখা। বোঝাতে চেয়েছেন, তাঁকে কালিমালিপ্ত করতেই গঙ্গাধরের নামে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে।