শেষ আপডেট: 15th May 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এক রাত আগেও নিখোঁজ ছিলেন। তাঁকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগও উঠেছিল। অবশেষে বুধবার তাঁকে দেখা গেল জেলা শাসকের দফতরে। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ।
সেখানে কাকলি দেবীর দাবি, তাঁকে কেউ অপহরণ করেনি। তিনি এদিন স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে গেলেন। নির্দল প্রার্থী কাকলি ঘোষের হঠাৎ মনোনয়ন তুলে নেওয়ায় বিতর্ক শুরু হয়েছে।
মঙ্গলবার নির্দলের হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ। তিনি সাধারণ এক গৃহবধূ। তাঁর পরিবারের অভিযোগ, রাত দুটো নাগাদ বাড়িতে ১০-১২ জনের বাইক বাহিনী এসে তাঁকে ও তাঁর স্বামীকে তুলে নিয়ে যায়। এরপরে তাদের ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।
এবিষয়ে মঙ্গলবার কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে ইমেইল মারফত একটি অভিযোগ জানান। সেখান থেকে সদুত্তর না পেয়ে তিনি হাবড়া থানার দ্বারস্থ হয়েছিলেন। দিলীপবাবু অভিযোগ করেন, যে নির্দল প্রার্থীর বাড়ি তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে।
অপহৃত প্রার্থীর ভাসুর জানিয়েছিলেন, রাতে কিছু লোক এসে কথা বলে। তারপরে তার ভাই ও ভাইয়ের স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায় তারা। বুধবার জেলাশাসকের দফতের আসেন কাকলিদেবী। সেখানে মনোনয়ন প্রত্যাহার করে চলে যান। কাকলিদেবীকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কেউ কোনও চাপ দিয়ে তাঁকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেনি। বরং তিনি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বিরোধীদের দাবি, বারাসত থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে নির্দল প্রার্থীর সঙ্গে তাঁর নামের মিল থাকায় তৃণমূল ভোট কেটে যাওয়ার ভয় পাচ্ছিল। তাই চাপ দিয়েই এই মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে। একই অভিযোগ করেছেন কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাসও। যদিও তৃণমূল এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।