শেষ আপডেট: 16 April 2024 04:08
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট নিয়ে মঙ্গরবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মঙ্গলবার জানাবে সব ভিভিপ্যাট মেশিনের কাগজ গোনা হবে কি না।
ভিভিপ্যাট বা ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ভোটাররা জানতে পারেন, তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন, সেই প্রার্থীর নামেই সেটি নথিভুক্ত হয়েছে কিনা। ইভিএমে ভোটদানের পর পাশে রাখা ভিভিপ্যাট মেশিন থেকে এক টুকরো কাগজ বেরিয়ে আসে। তাতে ছাপা থাকে প্রার্থী ও তাঁর প্রতীক চিহ্ন। যদিও মূহূর্তের মধ্যে সেটি মিলিয়ে যায়। কাগজটি নিচে রাখা একটি পাত্রে গিয়ে জমা হয়ে থাকে।
বিরোধীদের একাংশ দীর্ঘদিন ধরেই ইভিএম তুলে দিয়ে পেপার ব্যালটের ব্যবহার পুনরায় চালু করার দাবি জানিয়ে আসছে। তাদের বক্তব্য, ইভিএমে কারচুপি করা সম্ভব। অন্যদিকে, নির্বাচন কমিশন এই অভিযোগ মানতে চায়নি। তারা প্রথম থেকেই বলে আসছে ইলেকট্রনিক ভোটিং মেশিন এমন একটি যন্ত্র যেখানে কোনওভাবেই কারচুপি করা কঠিন।
তারপরও লাগাতার অভিযোগের মুখে কমিশন স্বচ্ছতার নির্দশন হিসাবে ২০১৩ সাল থেকে ভিভিপ্যাট চালু করে। ভোট গণনার সময় দশ শতাংশ বুথের ভিভিপ্যাটের কাগজের গণনা করা হয়।
বিরোধীদের দাবি, একশো শতাংশ বুথের কাগজ গোনা হোক। এই দাবি নিয়ে নির্বাচনী সংস্কারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফমর্স সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। গত মাসে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বেলা এম ত্রিবেদী ভোটের পর মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন প্রথমে মানতে চায়নি।
পরে এডিআরের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে জানান, কেন ভোট শুরুর আগে মামলাটির নিষ্পত্তি হওয়া দরকার। কারণ ভোট শুরু হয়ে গেলে গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা সম্ভব নয়। তাই মঙ্গলবার জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির দাবি মেনে নিয়েছে আদালত। আগামী শুক্রবার লোকসভার প্রথম দফার ভোট শুরু হতে যাচ্ছে।