শেষ আপডেট: 31st May 2023 09:19
আপনি কি ধূমপায়ী! বিশ্ব তামাক-বিরোধী দিবসে জেনে রাখুন এই তথ্যগুলো
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের 'বিশ্ব তামাকবিরোধী দিবস'-এ (World No-Tobacco Day) বিশ্ব স্বাস্থ্য সংস্থার থিম 'উই নিড ফুড, নট টোব্যাকো'। শুধু তাই নয়, পরিবেশকে বাঁচানোর জন্যও দরকার তামাক সেবন বন্ধ করা। এই বিষয় নিয়ে হু (World Health Organization) একটি জার্নাল প্রকাশ করেছে, যেখানে তামাক না খাওয়ার ১০০টারও বেশি কারণ উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাপী সেটা নিয়ে প্রচারও করা হবে বলে জানা গেছে। জার্নালে বলা হয়েছে, 'সম্প্রতি করোনার জন্য অনেকেই তামাক ছাড়তে চেয়েছেন, কারণ যাঁরা ধূমপান করেন তাঁদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেক বেশি। তবে তামাক ছাড়াটাও একটা বড় চ্যালেঞ্জ। এছাড়াও অর্থনৈতিক ও সামাজিক কারণেও অনেকে এই বাজে নেশা থেকে বেরোতে চান।'