Latest News

বিরাটকে অনায়াসে কোলে তুলে নিলেন অনুষ্কা! কে বলবে, সদ্য মা হয়েছেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনের শুটিং চলছিল ফ্লোরে। তারই এক ফাঁকে হালকা মেজাজে সময় কাটাচ্ছিলেন বিরুষ্কা। সেইসময় ক্যামেরাবন্দি তাঁদের দুষ্টু-মিষ্টি কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনুষ্কা। নেট দুনিয়ায় ঘুরছে সেই দৃশ্য।

বিরাট দাঁড়িয়েছিলেন সামনে। অনুষ্কা পেছন থেকে এসে দুহাতে জড়িয়ে নিলেন স্বামীকে। তারপর এক ঝটকায় তাঁকে শূন্যে তুলে দিলেন মাটি থেকে। হতবাক বিরাটের মুখভঙ্গি তখন দেখার মতো! অভিভূত হয়ে বললেন, “ওহ তেরি!”

উত্তরে অনুষ্কা বললেন, “আবার করব?” বিরাট সম্মতি দিলেন। এরপর অনুষ্কা আবারও এক ঝটকায় পুরোপুরি শূন্যে তুলে ধরলেন বিরাটকে। তাঁর সেই মুহূর্তের স্বগতোক্তি, “কী! পারলাম তো?” বিরাট সপ্রশংস হেসে ঘাড় নাড়লেন। ভিডিওটি ইতিমধ্যেই বিপুল জনপ্রিয় হয়েছে।

https://www.instagram.com/p/CNWoBuhpQns/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

সদ্য মা হয়েছেন তো কী! অনুষ্কা শর্মা সবসময়ই ফিট। আজ ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম ভিডিওটিতে যেন নিজের পারদর্শিতারই ইঙ্গিত দিলেন বীর-সুন্দরী। ভক্তরা সবসময় অপেক্ষা করে থাকেন বিরাট-অনুষ্কার ছবি কিংবা ভিডিও দেখার জন্য। আজ তাঁদের মন ভরে গিয়েছে, এমনটাই অনেকে জানাচ্ছেন কমেন্ট করে।

এবছরই বিরাট এবং অনুশকার মেয়ে ভামিকার জন্ম হয়েছে। কেরিয়ারের ফাঁকে নবজাতককে ঘিরেই কাটছে তাঁদের সময়। তবে বিরাটকে মাঠে দেখা গেলেও বহুদিন পর্দায় দেখা যায়নি অনুষ্কাকে। মা হবার পর তিনি কি কমজোরী হয়ে পড়েছেন? তাই নিয়েই গুঞ্জন উঠেছিল মাঝে।

আজ যোগ্য প্রত্যুত্তর দিলেন অনুষ্কা। এমনটাই মনে করছেন ভক্তরা। এবার নিশ্চয় তিনি ফিরে আসবেন পর্দায়। প্রসঙ্গত, শারুখের সঙ্গে জিরো ছবিতে শেষ দেখা গেছিল অনুষ্কাকে। ইতিমধ্যে একাধিক ছবি ও ওয়েব সিরিজের প্রযোজনা করলেও কবে আবার নতুন ফিল্মে অভিনয় করছেন এমনটা জানা যায়নি।

You might also like