Latest News

শীতকালে শুষ্ক ত্বক থেকে রেহাই পেতে ভরসা রাখুন গ্লিসারিনে

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই ত্বকের বাড়তি সমস্যার শুরু। সাধারণত যাঁদের ত্বক শুকনো নয়, তাঁদেরও চামড়ায় টান পড়ে, খসখসে হয়ে যায়, সাদা সাদা ছোপ পড়ে যায়। গরম জলে স্নান করার ফলে, বারবার কম্বল, সোয়েটারে ঘষা লাগার ফলে ত্বকের স্বাভাবিকতা হারায়। ফলে আরও শুষ্ক হয়ে যায়। তাই শুধু মুখের জন্য না, শীতকালে সারা শরীরের ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।

একটা সময় ছিল, তখন শীতকাল মানেই অনেকে মনে করতেন শুধু বোরোলিন আর গ্লিসারিন। তখন এত প্রোডাক্ট বাজারে আসে নি। নাইট ক্রিম অনেক পরে এলেও খুব কম মেয়েরা ব্যবহার করতেন। দামের থেকেও বড় কথা গ্লিসারিনের উপর এমন এক ভরসা জমে গিয়েছিল যে অন্য কোম্পানির ক্রিম, বা নাইট ক্রিম ব্যবহার করার কথা অনেকেই ভাবতে পারতেন না। এখন এই যুগে বিভিন্ন কোম্পানির দিনের, রাতের আলাদা ক্রিম, বডি লোশন, বডি বাটার চলে এলেও, শীতে পুরোনো গ্লিসারিন এখনও টেক্কা দিতে পারে বাজারচলতি যেকোনও প্রোডাক্টের সঙ্গে।

ভরসা করতে পারেন এখনও। কতরকম ভাবে ব্যবহার করতে পারেন জেনে নিন –

১. অল্প গ্লিসারিন কয়েক ফোঁটা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে মুখে, হাত, পায়ে লাগাতে পারেন। এতে খসখসে ভাব কেটে যায়। দীর্ঘসময় পর্যন্ত আর কোনও ময়শ্চারাইজার ব্যবহার করার প্রয়োজনও হয় না।

২. শুষ্ক ত্বকের মরা চামড়া তুলে ফেলা কিন্তু খুব জরুরি। খুব সহজেই বাড়িতে বানাতে পারেন একটি স্ক্রাব। এক চা চিনি, ২ চা চামচ গ্লিসারিন, আর কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ফেসস্ক্রাব বানিয়ে ফেলতে পারেন। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যা কেটে যাবে।

৩. গ্লিসারিন, সামান্য লেবুর রস, আর দুধ মিশিয়ে লোশন বানিয়ে ফেলতে পারেন। শীতে ঠান্ডায় হাত, কনুই, পা, হাঁটু, গোড়ালি ফেটে যায় অনেকের। এই লোশন ব্যবহার করলে সেই যাবতীয় সমস্যা কেটে যাবে।

৪. মুখের ত্বকে অল্প গ্লিসারিনের সঙ্গে জল মিশিয়ে লাগাতে পারেন। এতে কালচে দাগ, ব্রণ, ফুসকুড়ির সমস্যা কেটে যাবে। খুসকির কারণে অনেকেরই মুখে ব্রণ হয়। শীতে গ্লিসারিন ব্যবহার করলে সেই সমস্যাও দূর হবে।

৫. দু চা চামচ গ্লিসারিন, এক চা চামচ মধু মিশিয়ে কনুই, হাঁটুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন। এতে খসখসে ভাব কেটে যাবে, ত্বক দীর্ঘক্ষণ কোমল থাকবে।

৬. গরম জলে স্নান করলে ত্বক এমনিতেই ভীষণ শুকিয়ে যায়। আবার শীতে গরম জল ছাড়া অনেকেই স্নান করতে পারেন না। তাঁরা স্নানের জলে অল্প গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন। স্নানের পর হালকা ভাবে মুছে নিলেই ত্বক আগের চেয়ে অনেক নরম, উজ্জ্বল দেখাবে।

৭. অল্প গ্লিসারিনের সঙ্গে সামান্য বিটরুটের রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। প্রাকৃতিক ভাবেই ঠোঁটের স্বাভাবিক রঙ ফিরে আসবে। আবার গালের দুপাশেও মেকআপের সময় লাগাতে পারেন। এতে প্রাকৃতিক ভাবে গোলাপি আভা চলে আসবে।

You might also like