
তৈমুরকে খেলা করতে দেখা গেল সদ্যোজাত বোনের সঙ্গে, পতৌদি পরিবারে কে এই শিশুকন্যা! জল্পনা তুঙ্গে
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম পাওয়ার কাপল করিনা কাপুর এবং সেফ আলি খান। এবার তাঁদের ঘরেই এল নতুন অতিথি! সদ্যোজাত বোনকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন দাদা তৈমুরও। বোনের সঙ্গে ছবি তুলে ভীষণ খুশি হয়েছেন ছোট নবাব, তা তাঁর মুখের হাসি বুঝিয়ে দিয়েছে।
এদিকে নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে প্রবল জল্পনা। করিনার দ্বিতীয় সন্তান জন্মাতে এখনও বেশ কিছু দিন দেরি রয়েছে বলেই জানেন ফ্যানেরা! তাহলে এই সদ্যোজাত মেয়েটি এলো কোথা থেকে সেই প্রশ্নই বারবার মনের মধ্যে উঁকি দিচ্ছে তো?
চিন্তা করবেন না, বেবো ফ্যানেদের থেকে কিছুই লোকান নি! পুচকেটা করিনা-সেফের কন্যা নন। তিনি করিনার টিমের সদস্যা নয়না সোহানের মেয়ে। তাঁকে ঘিরেই পতৌদি পরিবারে জমেছে আসর।
নয়না এবং তাঁর ম্যানেজার পুনমের জন্যেই করিনা একটা ঘরোয়া ডিনার পার্টির আয়োজন করেন। আর সেখানেই তৈমুরকে দেখা যায় সদ্যোজাত বোনের সঙ্গে ছবি তুলতে। নয়নার সদ্যোজাত মেয়ে সিয়াকে নিয়ে আনন্দের ঢল নামে নবাব পরিবারে। সেই আনন্দের প্রতিটা মুহূর্তের ছবি বেবো ভাগ করে নিয়েছেন তাঁর ফ্যানেদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়।