
Summer Destinations: গরমের ছুটিতে পাহাড়ের হাতছানি! রইল সেরা ১৫টি সামার ডেস্টিনেশনের খুঁটিনাটি
দ্য ওয়াল ব্যুরো: তীব্র দাবদাহে কিছুদিন আগেও হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গ। বৈশাখী বিকেলেও কালবৈশাখীর কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না। আবহাওয়ার পূর্বাভাস শুনেই তড়িঘড়ি গরমের ছুটি (Summer Destinations) দিয়ে দিয়েছে রাজ্য সরকার। ছোটদের স্কুল বন্ধ হয়ে গেছে নির্ধারিত সময়ের আগেই। মিলেছে লম্বা একটা গ্রীষ্মাবকাশ।
এদিকে ছুটি পড়ার পরেই অবশ্য হাওয়া বদল হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে গাঙ্গেয় বাংলায়। কিন্তু এই না চাইতেই পাওয়া লম্বা ছুটিটা তো আর ফেলে দেওয়া যায় না! এই ছুটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হলে বেড়িয়ে পড়তেই হবে ঘুরতে। গ্রীষ্মের ছুটিতে কোথায় বেড়াতে যাবেন ভাবছেন? এদেশেই রয়েছে দারুণ কিছু মনভোলানো পর্যটনকেন্দ্র (Summer Destinations)। ছবির মতো সাজানো সেসব জায়গায় নিজের সমস্ত রূপ যেন উজাড় করে দিয়েছে প্রকৃতি। গাছপালা, পাহাড়, নদী, ঝর্নার সেই আয়োজন একবার না দেখলেই নয়। আজকের প্রতিবেদনে রইল ভারতের সেরা কিছু সামার ডেস্টিনেশন আর তাদের খুঁটিনাটি।
শিমলা (Summer Destinations)

উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় ঘোরার জায়গা অবশ্যই শিমলা। হিমাচল প্রদেশের এই রাজধানীতে যেন রূপের ডালি একেবারে উপুড় করে দিয়েছে প্রকৃতি। পাহাড়ের কোলে সবুজ আর ধাপে ধাপে নিখুঁতভাবে গড়া কাঠের বাড়িঘর- সবটা মিলিয়েই সুন্দরী শিমলা। সিজনে গেলে বরফের দেখা মিলবে। তবে গরমেও ছোট্ট এই পাহাড়ি শহরের মায়া কিছু কম নয়। আবহাওয়াও মনোরম। শিমলায় গেলে জমে যাবে গরমের ছুটি।
কী কী দেখবেন
- শিমলার ম্যাল রোড
- শিমলা থেকে জখু পাহাড়
- হনুমানজির মন্দির দর্শন
- ভাইরেগাল লজ বা রাষ্ট্রপতি নিবাস
- আন্নাদালেতে পোলো খেলা
লাদাখ (Summer Destinations)

গরমের ছুটিতে লাদাখ থেকে ঘুরে আসতে পারলে আর কী চাই! সারা দেশ যখন গরমে হাঁসফাঁস করছে তখন লাদাখের কোথাও কোথাও উঁকি দেয় বরফ। যদিও খুব উঁচুতে না গেলে মে-জুন মাসে লাদাখে বরফের দেখা মেলে না। তবে আবহাওয়া মনোরম থাকে তাতে কোনও সন্দেহ নেই। প্রকৃতির অপরূপ সৌন্দর্য তো রয়েইছে।
আরও পড়ুন: আম দিয়ে ম্যাগি! উদ্ভট কম্বিনেশনে গা গুলিয়ে উঠছে নেটিজেনদের, দেখুন ভিডিও
কী কী দেখবেন
- লাদাখের পাথুরে রাস্তায় বাইক রাইড
- নীল প্যাংগং লেক
- নুব্রা উপত্যকায় বালির মাঝে উটের পিঠে চড়ে ভ্রমণ
নৈনিতাল (Summer Destinations)

হ্রদের দেশ নৈনিতাল উত্তর ভারতের অন্যতম সেরা সামার ডেস্টিনেশন। পাহাড়ে ঘেরা নৈনিতালের জল অপরূপ কাব্যের মতো। দিল্লি থেকে এই পর্যটন কেন্দ্র হাতের কাছেই, থাকা-খাওয়ার জায়গাও মেলে সহজেই।
কী কী দেখবেন
- নৈনি হ্রদের জলে বোটিং
- নয়না দেবীর মন্দির দর্শন
- স্নো-ভিউ পয়েন্টে গাড়ি করে যাওয়া
- টিফিন টপে ট্রেক
- ম্যাল রোড, চিড়িয়াখানা, ইকো কেভও দেখার মতো
দার্জিলিং (Summer Destinations)

হাতের কাছে ঘুরে আসার যায়গা বলতে দার্জিলিংকেই এগিয়ে রাখেন পর্যটকরা। এখানকার চা-বাগান মৌমাছির মৌচাকের মতো পর্যটকদের আকর্ষণ করে। পাহাড়ের কোল বেয়ে কত না ঝর্না নেমে এসেছে, মন কাড়ে সেগুলিও। গরমের ছুটি কাটাতে টুক করে ঘুরে আসতেই পারেন পাহাড়ের রানির ঘর থেকে।
আরও পড়ুন: বার বার জল খেয়েও গলা শুকোচ্ছে? এদিকে সর্দি-হাঁচি কিচ্ছু নেই, সতর্ক হন
কী কী দেখবেন
- ঘুম মনাস্ট্রিতে ঢুঁ মেরে আসা
- হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউশন আর দার্জিলিংয়ের চিড়িয়াখানা
- পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক ঘুরে আসা
- ম্যাল রোড আর বিখ্যাত বাতাসিয়া লুপ
মুন্নার (Summer Destinations)

ভারতের সেরা গরমের ছুটি কাটানোর জায়গার তালিকায় প্রথম সারিতেই রয়েছে মুন্নার। তবে এটা আর উত্তর নয়, দক্ষিণ ভারতে রয়েছে এই দুর্দান্ত পর্যটনকেন্দ্রটি। কুয়াশায় ঢাকা রাস্তা, চা-বাগান, পাহাড় আর ঝর্নায় সেজে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে মুন্নার।
কী কী দেখবেন
- চা-বাগানের মাদকতা
- হর্স রাইডিং, সাইক্লিং, ট্রেকিং সব সুবিধা আছে এখানে
- আথিরাপল্লী ওয়াটারফলস
- এরাভিকুলাম ন্যাশানাল পার্ক
- ওল্ড মুন্নার মার্কেট
ঋষিকেশ (Summer Destinations)

পাহাড়ের বুকে অ্যাডভেঞ্চার খুঁজতে চাইলে ঋষিকেশের চেয়ে ভাল জায়গা আর হয় না। উত্তরাখণ্ডের এই প্রান্তে এসে যেন হঠাৎ থেমে গেছে প্রকৃতি। সে এখানে শান্ত, সমাহিত, মায়াবী। পাহাড়ি নদীর ধারাও দেখার মতো।
কী কী দেখবেন
- পাহাড়ের কোলে বাঞ্জি জাম্পিং
- নদীর ধারে ক্যাম্পিং
- যোগা রিট্রিট
- গঙ্গার ঘাটে সন্ধ্যারতি
আউলি (Summer Destinations)

উত্তরাখণ্ডের স্কি রিসর্ট আউলি। দুধসাদা বরফের বুকে যাঁরা স্কি করতে ভালবাসেন আউলি তাঁদের জন্য সেরা ঠিকানা। ঠান্ডা আবহাওয়া আর মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য আউলি গরমেও বেশ পপুলার।
কী কী দেখবেন
- রোপওয়েতে চড়ে যোশিমঠ যাত্রা
- গোরসন, কুয়ারি পাসের মতো জায়গায় ট্রেকিং
কাশ্মীর (Summer Destinations)

গরমে পাহাড়ে বেড়াতে যেতে চাইলে অবশ্যই প্রথম ভাবনা গিয়ে ঠেকে দেশের উত্তর পশ্চিমের উপত্যকায়। কাশ্মীর তো ভূস্বর্গ। অপরূপা সেই উপত্যকার সৌন্দর্য চেখে দেখতেই শত বিতর্ক সত্ত্বেও সেখানে ঘুরতে যান পর্যটকরা। পর্যটনের উপরেই দাঁড়িয়ে এই রাজ্য।
কী কী দেখবেন
- ডাল লেকে নৌকাবাস
- গুলমার্গে গন্ডোলা রাইড
- পাহালগামে বলিউডের শ্যুটিং ডেস্টিনেশন
মানালি (Summer Destinations)

হিমাচল প্রদেশের সৌন্দর্যের খনি মানালি। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে মানালিতে ঘুরতে যান মানুষ। গরমের ছুটিতে তো এটা উত্তরভারতের অন্যতম আকর্ষণ।
কী কী দেখবেন
- নদীভ্রমণ কিংবা পাহাড় বেয়ে ট্রেকিং
- মানালির ক্যাফে কালচার না দেখলেই নয়
- মানালির মার্কেট
- নানা মন্দির আর বৌদ্ধ মনাস্ট্রি ছড়িয়ে ছিটিয়ে আছে মানালিতে
গ্যাংটক (Summer Destinations)

পশ্চিমবঙ্গের হাতের কাছেই গ্যাংটক। সিকিমের রাজধানী গরমে ঘোরার সেরা ঠিকানা। পাহাড়ের কোলে মাথা তোলা এই ছোট্ট শহর গরম পড়লেই হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। কত না দেখার জায়গা রয়েছে এই গ্যাংটকে।
কী কী দেখবেন
- একাধিক বৌদ্ধ মনাস্ট্রি ছবির মতো সাজানো
- গ্যাংটক জুলজিকাল পার্ক
- ইন্দোচিন রুটে পাহাড়ি ফুল মন কেড়ে নেয়
- তাশি ভিউ পয়েন্ট
- ছাঙ্গু লেক আর সমগো লেকে ট্রেক
- শহরের সবচেয়ে উঁচু পয়েন্টে রোপওয়ে জার্নি
মেঘালয় (Summer Destinations)

মেঘের দেশ মেঘালয়। গরমে শান্তি খুঁজতে চাইলে মেঘালয় সেরা ঠিকানা। মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয় ‘স্কটল্যান্ড অফ ইস্ট’। পাহাড় আর সবুজের এক আশ্চর্য সমারোহে সাজানো উত্তর পূর্ব ভারতের এই রাজ্য।
কী কী দেখবেন
- উমিয়াম লেকে বোটিং আর ওয়াটার স্কুটার
- এলিফ্যান্ট ফলস আর নোকালিকাই ফলস
- গাছের শিকড়ে তৈরি ব্রিজ এখানকার অন্যতম আকর্ষণ
- পৃথিবীর সবচেয়ে পরিষ্কার জায়গা মলিন্নং ভিলেজ
মাউন্ট আবু (Summer Destinations)

গরমে রাজস্থান! শুনলেই রে রে করে উঠবেন অনেকে। কিন্তু এই রাজস্থানেই রয়েছে এমন এক জায়গা যেখানে ঘুরতে গেলে শরীর মন দুইই তৃপ্ত হবে। রাজস্থানের একমাত্র পাহাড় এই মাউন্ট আবু। আরাবল্লী পাহাড়ের ঠান্ডা হাওয়া গরমের ছুটি জমিয়ে দেবে নিমেষে।
কী কী দেখবেন
- নাক্কি লেকে বোট রাইড
- মাউন্ট আবুর সানসেট পয়েন্ট
- বিশ্ববিখ্যাত দিলওয়ারা মন্দির
উটি (Summer Destinations)

দক্ষিণ ভারতের অন্যতম সেরা ঘোরার জায়গা উটি। তামিলনাড়ুর এই পাহাড়ি এলাকায় গরমে অনেকেই ঘুরতে যান। দক্ষিণের পাহাড়ের রানি বলা হয় উটিকে। সবুজ বিস্তৃত প্রান্তর, উঁচু পাহাড়, গাছগাছালি- সব মিলিয়ে উটি সুপারহিট।
কী কী দেখবেন
- নীলগিরিতে টয়ট্রেন
- ডলফিন নোজ
- পিকারা লেকে পিকনিক
- মারিয়াম্মান মন্দির আর তার স্থাপত্য
- পাইন গাছের বন
মুসৌরি (Summer Destinations)

দেরাদুনের বুকে মুসৌরি ছবির মতো সাজানো এক হিল স্টেশন। বইয়ের পাতায় মুসৌরির কতই না মোহময় বর্ণনা রয়েছে। ফুলে ফুলে সাজানো এই শহর। পাহাড় আর ঝর্নায় মন কাড়ে পর্যটকদের।
কী কী দেখবেন
- হর্স রাইডিং
- মন ভাল করে দেওয়া জলকেলি
- ওয়াইল্ডলাইফ সাফারি
স্পিতি (Summer Destinations)

হিমাচল প্রদেশের বুকে পর্যটনের রত্ন এই স্পিতি। একে ছোটখাটো তিব্বতও বলা হয়। নদী, পাহাড় আর ঝর্নায় ঘেরা স্পিতি গরমে পর্যটকদের টানে চুম্বকের মতো।
কী কী দেখবেন
- চন্দ্রতাল লেকে ক্যাম্পিং
- মাউন্ট কানামোতে ট্রেকিং
- স্পিতির ভ্যালিতে বাইক রাইড