শেষ আপডেট: 18th September 2021 10:03
দ্য ওয়াল ব্যুরো: কোভিড সেরে গেলেও নানা রকম রোগ বাসা বাঁধছে শরীরে। শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে অনেক রোগীর। পোস্ট-কোভিড (Post Covid) বা কোভিড পরবর্তী পর্যায়ে শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের চেম্বারে হাজির হচ্ছেন অনেকেই। করোনা সম্পূর্ণ সেরে যাওয়ার পরেও যদি শ্বাসকষ্ট বা দম নিতে সমস্যা হয় তাহলে একেবারেই হেলাফেলা করা উচিত নয়। সে ক্ষেত্রে কী করণীয়, কীভাবে নিজের খেয়াল রাখবেন সে বিষয়ে দ্য ওয়ালের সঙ্গে এক্সক্লুসিভ আলোচনায় নারায়ণ মেমোরিয়াল হসপিটালের রেসপিরেটারি মেডিসিনের বিশিষ্ট চিকিৎসক ডাঃ রঞ্জন কুমার দাস।