শেষ আপডেট: 22nd July 2024 08:57
শ্রাবণ শিবের মাস। আজ, ২২ জুলাই শ্রাবণ মাস শুরু হচ্ছে। যাঁরা শিবের ব্রত পালন করবেন তাঁদের আজ থেকেই সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে শিবের উপাসনা শুরু করতে হবে। কথিত আছে, ভক্তিভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সব অশান্তি দূর হয়, আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয়, রোগমুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয়।ফলে সংসারে সমৃদ্ধি আসে।
শ্রাবণ কেন শিবের মাস, তা নিয়ে নানারকম মত রয়েছে। তার মধ্যে কয়েকটার উল্লেখ করতেই হয়। প্রথমটি পুরাণ মত। লিখিত আছে, এই শ্রাবণমাসে সমুদ্রমন্থন হয়েছিল, উঠে এসেছিল গরল। বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিলেন সেই গরল। বিষ পান করে মহাদেবের গায়ের রঙ হয়ে গেছিল নীল। তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ।
দ্বিতীয় মতে, শিব তাঁর শ্বশুরমশাই দক্ষরাজাকে কথা দিয়েছিলেন একমাস তাঁর বাড়িতে থাকবেন এবং দক্ষরাজের নামে বিশেষ শিবপুজোর প্রচলন হবে। কোনও এক শ্রাবণমাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গেছিলেন এবং একমাস ছিলেন। এর পরেই দক্ষশিবের পুজো চালু হয়েছিল। হরিদ্বারের কাছে কনখলে দক্ষদেবের মন্দির এখনও আছে। এই কারণেই শ্রাবণমাসকে শিবের আরাধনার মাস।
মহাদেব খুব অল্পে তুষ্ট হন। তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দফুলের মালা, ধুতরো ফুল, কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা। এছাড়া গাঁদাফুল ও যে কোনও সাদা সুগন্ধী ফুল মহাদেব পছন্দ করেন। নৈবেদ্যে ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিবঠাকুর খুশি। মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্ন ভোগ দেওয়া হয়। তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে, ভক্তিতে।
এবার শ্রাবণে পাঁচটি সোমবার। ১ শ্রাবণ (২২ জুলাই) প্রথম সোমবার, ৮ শ্রাবণ (২৯ জুলাই) দ্বিতীয় সোমবার, ১৫ শ্রাবণ (৫ অগস্ট) তৃতীয় সোমবার, ২২ শ্রাবণ (১২ অগস্ট) চতুর্থ সোমবার এবং ২৯ শ্রাবণ (১৯ অগস্ট)।