Latest News

গোয়ার আশেপাশে দারুণ কিছু পাহাড়ি গ্রাম, যা হতে পারে আপনার উইকেন্ড ডেস্টিনেশন

দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষে তুমুল হৈ-হুল্লোড় করতে চাইলে অনেকেই গোয়ায় পাড়ি দেন। কারণ সমুদ্র সৈকতে থাকে নানা আয়োজন। বিশ্বের নানা প্রান্ত থেকে র‍্যাপার, ডান্সাররা এখানে এসে মাতিয়ে দেন সকলকে। আবার অনেকেই আছেন যারা বছরের শেষটা নির্জন কোনও পাহাড়ের কোলে কাটাতে চান। সবুজের মধ্যে হারিয়ে যেতে চান।‌ গোয়ার আশেপাশেই এমন জায়গা আছে, জানেন কি! গোয়া থেকে অল্প দূরত্বের এই জায়গাগুলোয় একটা গাড়ি করেই পৌঁছে যেতে পারেন।‌ যাঁরা একেবারেই বেড়াতে যাওয়ার ছুটি পান না, তাঁরা অন্তত দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই এই জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারেন।

ডান্ডেলি –

প্রকৃতিপ্রেমী মানুষরা এখানে গেলে মুগ্ধ হয়ে যাবেন। আবার যাঁরা অ্যাডভেঞ্চার করতে ভালবাসেন, তাঁদেরও ভীষণ ভাল সময় কাটবে এখানে গিয়ে। গোয়া থেকে একেবারেই কাছে। ঘন সবুজ জঙ্গলে সাফারি করারও সুযোগ আছে। আশেপাশেই কেভ, মন্দির আছে কয়েকটা। সেগুলোও ঘুরে দেখার মতো সুন্দর।

চিকমাগালুর –

ভারতে প্রথম কফি চাষ এই ছোট্ট গ্রামেই শুরু হয়েছিল। পাহাড়ি গ্রামে ঘুরতে ঘুরতে কফির গন্ধে বুঁদ হয়ে থাকবেন সর্বক্ষণ। এতটাই মনকাড়া। প্রতিটা বাড়ির বাগানেই রয়েছে কফি গাছ। মেঘে ঢাকা সবুজ পাহাড়ও নজর কাড়বে। সব মিলিয়ে কফি-প্রেমীদের ভীষণ ভাল সময় কাটবে এখানে গেলে।

আগুম্বে –

অনেকেই এই গ্রামকে ‘ছোট চেরাপুঞ্জি’ নামে ডাকেন। সারাবছরই মেঘে ঢাকা এই গ্রামে প্রচুর বৃষ্টি হয়। সেই কারণেই চারিদিক ঘন সবুজে ঢাকা থাকা। আশেপাশেই দু’তিনটে ঝরনা রয়েছে। শোনা যায়, এখানকার জঙ্গলেই রয়েছে বেশ কয়েকটা কিং কোবরা। অনেকেই প্রকৃতির ছবি তুলতে পছন্দ করেন। তাঁরা ভীষণ মজা পাবেন এখানে ঘুরতে গেলে।

কুন্দ্রেমুখ –

কুন্দ্রেমুখের সিনিক বিউটি দেখলে যে কেউ এই পাহাড়েই জীবনের বাকি দিনগুলো থেকে যেতে চাইবেন। হয়তো দুদিনের ছুটিতে গিয়ে আরও বেশ কিছুদিন কাটাতে ইচ্ছে করবে। খুবই নির্জন। গাড়ি নিয়ে ঘুরতে আসেন বলেন স্থানীয় বাসিন্দারা। কয়েকটা হোমস্টে আছে। সেখানেই থাকতে পারেন। ঘন সবুজ পাহাড়ের মায়াবী রূপ দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবেন।‌

You might also like