শেষ আপডেট: 16th October 2020 13:29
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীটা যেন ছোট হতে হতে হাতের মুঠোতেই চলে এসেছে। আজকের ব্যস্ততার জীবন স্মার্টফোন ছাড়া ভাবাই যায় না। কাজেই হোক বা অবসরে, আড্ডা বা ব্যাঙ্কের কাজ, ইলেক্ট্রিসিটি বিল জমা দেওয়া, অনলাইন শপিং, সিনেমা দেখা, ভার্চুয়াল অনুষ্ঠান ইত্যাদি কারণে ফোনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন রাখাটা একটু কঠিনই এই যুগে। কিন্তু জানেন কি দীর্ঘক্ষণ স্মার্টফোন আপনার শরীরের কতটা ক্ষতি করছে? এমনকি বহুক্ষণ ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী ক্ষতিও হতে পারে!
কল্যাণ এবং ফর্টিস হাসপাতালের হাড় ও শিরদাঁড়ার সার্জেন ডঃ রাঘবেন্দ্র কে এস জানান অধিকাংশ পেশেন্টরাই একটা কমন সমস্যা নিয়ে তার কাছে আসছেন। আঙুলের, হাতের,বা কখনও কনুইয়ের ব্যথা সংক্রান্ত সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অতিরিক্ত ফোন ব্যবহার করেই এমনটা হচ্ছে। উনি এর নাম দিয়েছেন "সেলফি এলবো" বা "টেক্সটিং থাম্ব"।
তিনি জানিয়েছেন, কিছু উপায় আছে যার থেকে নিজেকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন।
১. দীর্ঘক্ষণ হাতে ফোন নিয়ে সেলফি তোলার চেষ্টা করবেন না। সেলফি স্টিক ব্যবহার করুন। অথবা হাতের পাশে বা নীচে কিছু রেখে হাতটাকে একটু সাপোর্ট দেবেন। তাতে অতটা ক্ষতির সম্ভাবনা নেই।