Latest News

‘অ্যান ওড টু অল মাদার’! কেরিয়ার-সন্তানের দ্বন্দ্বে পিষ্ট মায়েদের খোলা চিঠি লিখলেন সানিয়া মির্জা

দ্য ওয়াল ব্যুরো: ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ের খেতাব মাথায় নিয়ে বিশ্বের সমস্ত মায়েদের জন্য খোলা চিঠি লিখলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চিঠির শেষে নিজের নাম সই করে লিখলেন “সানিয়া মির্জা, মা এবং টেনিস খেলোয়াড়।” তিনি নিজে তাঁর কেরিয়ার আর সন্তান, এই দুই প্রায়োরিটিকেই কীভাবে একসঙ্গে ব্যালেন্স করে মানুষ করছেন তারই একটি খোলা চিঠি “ওড টু অল মাদার” নামে লিখলেন মায়েদের উদ্দেশ্যে। সে চিঠি পোস্টও করলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।

৩৪ বছরের এই টেনিস তারকা ২০১৮ সালে জন্ম দেন এক পুত্র সন্তানের। তাঁর ছেলের নাম ইজহান মির্জা মালিক। ছেলের দুবছর বয়স হওয়ার পর, তিনি ঠিক করেন আবার ফিরে আসবেন খেলার জগতে। কামব্যাক করেই হোবার্ট আন্তর্জাতিক মহিলা ডাবলসে্র খেতাব জিতে নেন সানিয়া। সানিয়া তাঁর চিঠিতে লেখেন, তিনি জীবনে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন আমেরিকান টোনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামসের জীবন যাত্রা থেকে। সানিয়া লেখেন, “এটা সবসময় হয় যে একটা সময়ে এসে মেয়েদের বেছে নিতে হয় নিজেদের কেরিয়ার আর সন্তানের মধ্যে যে কোনও একটাকে। কিন্তু আমি আমার জীবনের অনুপ্রেরণা পেয়েছি সেরেনার থেকে। সেরেনার জীবনযাত্রাকে দেখে।”

এরই পাশাপাশি জীবনে মুখোমুখি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে সানিয়া লেখেন, “একটি মেয়ের খেলোয়াড় হওয়া, খেলাকেই নিজের কেরিয়ার বানানোর লড়াইটা মোটেও সোজা নয়! অনেকেই নিজের বাড়ির মেয়ের এরকম কেরিয়ার পছন্দ করেন না। বাড়ির অনেকেই ভীষণ জাজমেন্টাল হয়ে যান এসময়। তাঁদেরকে বোঝানো সত্যি খুব কঠিন হয়।” মূলত সেরেনা ইউলিয়ামসকে ট্রিবিউট দিতেই সানিয়া এই খোলা চিঠি লেখেন।

পদ্মভূষণের মতো পদক নেওয়ার সময় সানিয়া জানিয়েছিলেন, প্রেগনেন্সি হল এমন একটা সুন্দর সময় যা প্রায় সব মেয়েরাই জীবনে উপভোগ করেন। “প্রেগনেন্সির সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিঃস্বার্থভাবে ভালবাসতে শিখিয়েছে আমাকে।” সানিয়া বলেন। তিনি আরও লেখেন যে, “এই সময়টা আমাকে একেবারে অন্যরকম মানুষ হিসেবে গড়ে তুলেছে।”

প্রেগনেন্সির সময়ে সানিয়ার ২৩ কেজি ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু টেনিস খেলোয়াড়দের ভীষণ ফিট থাকা প্রয়োজন। তাই বাচ্চা হওয়ার পরে সানিয়া একদম কঠোর ডায়েটে ছিলেন। নিয়মিত জিম করে, ওয়ার্ক আউট করে ২৬ কেজি ওজন কমিয়ে ফেলেন সানিয়া।

সানিয়া মির্জা তাঁর খোলা চিঠিতে এও লেখেন যে তাঁর জীবনেও রয়েছে অনেক কঠিন সময়, রয়েছে হতাশার মুহূর্ত। কিন্তু একমাত্র পরিবার ও টেনিসের প্রতি ভালবাসাই তাঁকে সমস্ত মনখারাপ থেকে বের করে আনে। আর সবশেষে সানিয়া আবারও বলেছেন সেরেনার কথা, যাঁকে জীবনের আইডল করে সানিয়া এগিয়ে যাচ্ছেন নিজের লক্ষ্যের দিকে।

সানিয়ার লেখা এই খোলা চিঠি নেটিজেনদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই, “অ্যান ওড টু অল মাদার” মন কেড়ে নিয়েছে সকলের। পেয়েছে অনেক মন্তব্য ও ২০ হাজারেরও বেশি লাইক।

You might also like