Latest News

কথা বললেই হুকুম শুনবে হোম ডেকর টিভি

দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্লড কাপ আসবে, আর টিভিতে দেখব না? তা আবার হয় নাকি?

একটা সময় ছিল যখন ওয়ার্লড কাপ এলেই টিভি কিনত বাঙালি। সে সময় বিদেশি ফুটবল দেখা এত সহজলভ্য ছিল না। ইন্টারনেটহীন সেই যুগে, মারাদোনা, প্লাতিনি, জিকো, রুড গুলিট, মার্কো ভান বাস্তেনদের মাঠ কাঁপানো পায়ের জাদু দেখার একমাত্র সুযোগ ছিল টিভিই।

সে সময় টিভি অবশ্য শুধু দেখারই জিনিস ছিল না। ছিল দেখানোরও। গৃহস্থ বাড়ির বৈঠকখানার রাখা থাকত মহার্ঘ কাঠের স্লাইডিং পাল্লা লাগানো টিভিসেটটা। যাতে দেখলেই বোঝা যায় এ বাড়িতেও টিভি আছে।

সাদা কালো টিভির সেই দুনিয়া বদলে রঙিন হয়ে গেল। এসে গেল কালার টিভি। সে টিভিও কিছুদিন ছিল দেখানোরই। সামান্য বাঁকানো সেই টিভির উজ্জ্বল রঙ ছিল মালিকের গর্ব, পড়শির ঈর্ষা।

তারপর কিছুদিনের মধ্যেই চলে এল টিভি সাম্যবাদ। গৃহপরিচারিকা আর গৃহকর্ত্রী দুজনেই তখন টিভির মালকিন। টিভিটাও কবে যেন ড্রয়িংরুম থেকে ঢুকে গেল বেডরুমে।

মোটা ঢাউস টিভি এখন মাত্র নির্মেদ ফ্ল্যাট স্ক্রিন। কালো একটা চৌখুপি মাত্র। সহজলভ্য সেই টিভি সেটের না আছে আভিজাত্য। না আছে সৌন্দর্য্য।

বাহারি ঘরের হোম ডেকরের সঙ্গে একদম বেমানান। কালো বোরিং একটা চৌখুপি।

এইবার সেই টিভি সেটকেই ফ্যাশনেবল করতে স্যামসং নিয়ে এল নতুন কিউএলইডি। এমন এক টিভি – যা নিজেই হয়ে উঠবে হোম ডেকর। পছন্দের নানা আর্টওয়ার্কের অসামান্য ডিসপ্লে দিয়ে ধরে ফেলবে আপনার মুড।

আর এতেই শেষ নয়, চাইলের বাড়ির দেওয়ালটাও অবিকল ফুটিয়ে তুলতে পারবে এই টিভির ডিসপ্লে। মনে হবে যেন টিভিটাই স্বচ্ছ। এই টিভির মধ্যে জানা যাবে বাইরের আবহাওয়াও।

এই টিভিতে থাকছে এস-রিমোট। বোতাম না টিপে কথা বললেও সেই রিমোট তামিল করবে সব হুকুম।

নতুন এই কিউএলইডি টিভির দাম শুরু হচ্ছে ২ লাখ ৪৫ হাজার টাকা থেকে। একই সঙ্গে স্যামসং আনছে নতুন ইউএইচডি টিভিও। যাঁদের মনে হয় টিভির শব্দ হওয়া উচিত আরও ক্রিস্টাল ক্লিয়ার – তাঁদের জন্য আসছে নতুন কনসার্ট টিভি সিরিজ।

স্যামসং-এর সিনিয়র ভিপি রাজু পুলান জানালেন, ‘আমাদের দেশের ক্রেতারার ক্রমশ আরও ভালো এবং উন্নত টিভি কিনতে চাইছে। তাঁদের জন্যই নতুন এইসব সিরিজ আনছে স্যামসং।’

তবে ফুটবল ওয়ার্ল্ড কাপের এই মরসুমে, এই কিউএলইডি টিভির সঙ্গে জুলাই এর ১৫ তারিখ অবধি ১০ বছরের ওয়ারেন্টি এবং গ্যালাক্সি এস ফোন বিনামূল্যে দিচ্ছে স্যামসং।

ফুটবলপ্রেমীরা অবশ্য বলছেন, টিভি যতই বাহারি হোক, বাঙালিকে সেই টিভি কেনাতে আজও ফুটবল মরসুমের ওপরেই ভরসা করতে হয় কোম্পানিদের।

তাহলে, একই সঙ্গে হোম ডেকর, অত্যাধুনিক প্রযুক্তির ঝাঁ চকচকে ছবি আর নিখুঁত সাউন্ডে ফুটবলের উত্তজনার স্বাদ নিতে নিতে রাশিয়ার ফুটবল দুনিয়ার আবহাওয়াই নিয়ে আসবেন নাকি আপনার বাড়ির চার দেওয়ালে।

You might also like