শেষ আপডেট: 28th March 2020 11:41
দ্য ওয়াল ব্যুরো: সময় পাই না। এই শব্দটা আপনি কত ক্ষেত্রেই না ব্যবহার করেছেন এত দিন। সবচেয়ে বেশি বোধহয় করেছেন, নিজের যত্ন নেওয়ার প্রসঙ্গে। অফিস-বাড়ি করতে করতে, আরও নানা রকম সমস্যায় ছুটতে ছুটতে, দিনের শেষে আপনার হয়তো বারবার মনে হয়েছে, একটু সময় পেলে শরীরচর্চা করা যেত। সময়ের অভাবে অর্ডার করে আনানো খাবার খেয়ে ফেলার পরে নিজের পেটের দিকে তাকিয়ে হয়তো ভেবেছেন, একটু ব্যায়াম করার সময় পেলেই হয়তো শেপে ফিরতে পারতেন আগের মতো। শুধু কি শেপ? আপনার শারীরিক সমস্যাগুলোর জন্য তো চিকিৎসক বারবারই বলেছেন, একটু শরীরচর্চা জরুরি। সকাল সকাল শুরুও করেছিলেন হাঁটতে, কিন্তু তার পরেই লকডাউন। ঘরে আবদ্ধ থাকা শুরু। কিন্তু আপনি কি জানেন, এই কোয়ারেন্টাইন জীবনই শরীরচর্চা করার বা নিজেকে সুস্থ ও ফিট করে তোলার আদর্শ সময় হয়ে উঠতে পারে? ঘাম ঝরিয়ে কার্ডিও এক্সারসাইজ় করাই হোক, বা শরীরের শেপ ফেরানোর জন্য পেট-হাত-পায়ের ব্যায়ামই হোক-- সবটাই অতি সহজে ও অনায়াসে আপনি বাড়িতেই করতে পারবেন। দরকার শুধু মনের ইচ্ছে আর শরীরের প্রতি যত্ন নেওয়ার আগ্রহ। আপনি যদি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী না হন, তাহলে সময় তো আপনার হাতেই আছে এখন।