
ভারতের সবচেয়ে আকর্ষণীয় জায়গার হদিশ রইল, চাইলে ঘুরে আসতে পারেন
দ্য ওয়াল ব্যুরো: ‘মন যে করে উড়ু উড়ু’
দীর্ঘ একবছর বাড়িতে বসে থেকে সকলেরই দম বন্ধ হয়ে গেছে। আর যাঁদের পায়ের তলায় সরষে রয়েছে তাঁদের অবস্থা তো আরও কাহিল। তাহলে আর কি! মন খারাপ না করে, ঝোলা কাঁধে বেরিয়ে পরা যেতেই পারে। তবে বিদেশ না হলেও, দেশের মাটিতে যে সব আকর্ষণীয় জায়গা আছে সেগুলোর সন্ধানে ঢু মারা যেতে পারে। ভাবছেন তো, এত তো জায়গা রয়েছে কিন্তু কোথায় কোথায় যাবো! একদম ভাববেন না, রইল হদিশ।
তাজমহল
পৃথিবীর অন্যতম আশ্চর্য একটি দর্শনীয় স্থান। যার টানে দেশ বিদেশ থেকে পর্যটকেরা এখানে ভিড় করে আসেন। তাজমহলের সৌন্দর্য ও ইতিহাস ও রহস্য আপনাকে মুগ্ধ করবেই। তাই ঘুরে আসতেই পারেন আগ্রা থেকে।
বারাণসী
আধ্যাত্মিক শহর বারাণসী। এখানে বহু দূরদূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসেন পুণ্যলাভের আশায়। এখানকার গঙ্গা, সন্ধ্যাআরতি, শিবের পুজো, মন্দির। আর শহরের অলি-গলির রহস্য আপনাকে বারবার আসতে বাধ্য করবে এই শহরে।
লাদাখ
ভারত-চিনের সীমান্তের শহর। পাহাড়ের কোলে নিশ্চিন্তে রয়েছে লাদাখ। বরফে ঢাকা এই শহরের টানে পাহাড় ও রোমাঞ্চ প্রেমী মানুষেরা বার বার ছুটে ছুটে আসেন।
স্বর্ণ মন্দির
পাঞ্জাবের অমৃতসরে রয়েছে শিখ দের সব থেকে বড় ধর্মীয় পীঠস্থান স্বর্ণমন্দির। এই মন্দিরে প্রতিদিন ১০০ জন ভক্তকে বিনা পয়সাতে খাওয়ানো হয়।
হাওয়া মহল
রাজপুতদের শহর রাজস্থানের জয়পুর। গোলাপি শহর। আর এই রঙিন শহরের অন্যতম চমক হল এখানকার হাওয়া মহল। লাল ও গোলাপি স্যান্ডস্টোনে বানানো এই কেল্লা আপনাকে মুগ্ধ করবেই।
কেরালা
ঈশ্বরের দেশ বলা হয় কেরালাকে। দক্ষিণ ভারতের এই রাজ্য প্রকৃতিদেবীর আশীর্বাদে পরিপূর্ণ। এখানে প্রকৃতি তার ক্যানভাসে নানা রঙ দিয়ে সাজিয়েছে। সেই রঙের খেলা দেখতেই সারা বছর ধরে দেশ বিদেশ থেকে নানা পর্যটক এখানে আসেন।