
আন্দামান দ্বীপপুঞ্জ
প্রায় ৩০০টিরও বেশি দ্বীপ নিয়ে তৈরি হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ। সমুদ্র সৈকতের সাদা বালির, রেইন ফরেস্ট, অসংখ্য দ্বীপ আর শান্ত পরিবেশে কাটাতে পারেন আপনার জীবনের সবচেয়ে দামি মুহূর্তগুলো। মাথার ওপরে সূর্য আর আর সমুদ্র সৈকতে পায়ের নীচের বালি, জমিয়ে দেবে আপনার মধুচন্দ্রিমার দিনগুলোকে।
গোয়া
গোয়াকে হানিমুনের জন্য একেবারে পারফেক্ট বলা হয়। অনেকে তো গোয়াকে ‘হানিমুনারস’ প্যারাডাইস’ও বলে থাকেন। দুর্দান্ত খাবার, বিলাসবহুল জীবন, সমুদ্র সৈকতের প্রাণবন্ত আনন্দ ভরিয়ে তুলবে আপনাদের মধুচন্দ্রিমাকে। এছাড়াও চাইলে আপনারা ঘুরে আসতেই পারেন আসেপাশের জেলেদের গ্রামগুলো থেকে। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য মুগ্ধ করবেই।
কাশ্মীর
মধুচন্দ্রিমার জন্য বেছে নিতে পারেন ভূস্বর্গকে। হানিমুনের দিনগুলোকে স্বপ্নের মতো করে কাটাতে চাইলে, কাশ্মীরের থেকে ভাল বেড়াতে যাওয়ার ঠিকানা আর কিছু হতে পারে না। বরফের চাদরে মোড়া পাহাড়, গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক জমিয়ে দেবে আপনাদের হানিমুনকে।
কিন্নর
আপনারা যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন, আর নিজেদের স্পেশাল মুহূর্তগুলোকে রহস্য ও রোমাঞ্চে ভরিয়ে দিতে চান, তাহলে অবশ্যই আসতে হবে হিমাচল প্রদেশের কিন্নরে। এখানকার পাহাড় রাস্তা, ঝরণার কুলকুল শব্দ, নিস্তব্ধ রাত আপনাকে দেবে রহস্য ও রোমাঞ্চের স্বাদ।
কুমারকোম
আরও পড়ুন: ফুল কে না ভালবাসে! আর যদি ছুটি কাটাতে চান ফুলের উপত্যকায়! রইল তারই কিছু সুলুক সন্ধান
অফবিট জায়গাতে বেড়াতে যেতে চাইলে আসতে পারেন কেরালার কুমারকোমে।এখানকার বিলাসবহুল হোটেল, বিশ্বমানের স্পা, নির্জন ও মনোরম পরিবেশে উদযাপন করতে পারবেন স্বপ্নের মধুচন্দ্রিমা।
মেঘালয়
অনেকেই অফবিট পাহাড়ি লোকেশন খোঁজেন হানিমুনের জন্য। তাঁদের কাছে মেঘালয় হল স্বপ্নের জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, খাবার, মানুষজন সবকিছুই জয় করে নেবে আপনার মন, সে গ্যারান্টি দেওয়াই যায়। একবার এলে, বারবার বারবার আসতে ইচ্ছে করবে এই পাহাড়ি রাজ্যে।