শেষ আপডেট: 24th May 2024 15:50
শ্রেয়া দাশগুপ্ত
গরমের দুপুরে হঠাৎ ঝমঝমে বৃষ্টি। তার মাঝেই গাড়ি নিয়ে পৌঁছলাম হায়াত সেন্ট্রিক বালিগঞ্জের সামনে। গড়িয়াহাট প্যান্টালুন্সের ঠিক পাশের রাস্তায় ঢুকে একটু এগোলেই চোখে পড়বে এই বিশাল ইমারত। সামনে সবুজে সাজানো পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া থেকে নেমেই বিশাল গেট। গেট পেরোলেই সুবিশাল লবি। লবিতে ঢুকেই যেটা সবার আগে মন কাড়বে তা হল ওয়াল আর্ট। একটা দেওয়াল জুড়ে থরে থরে খোলা বই সাজানো তাতে কলকাতার নানা অলিগলি, বাঙালির আবেগ দুর্গাপুজো, পুরনো রাস্তা, ট্রামলাইন সবকিছু আঁকা। হ্যাঁ, এই হোটেলের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে কলকাতা বিষয়ক নানা ধরনের পেন্টিং আর থ্রি ডি আর্ট।
সম্প্রতি হায়াত হোটেল কর্পোরেশন ঘোষণা করল খোদ কলকাতায় তাদের এই নতুন সংযোজন 'হায়াত সেন্ট্রিক বালিগঞ্জ'। সাংবাদিক সম্মেলনে হায়াত সেন্ট্রিকের জেনারেল ম্যানেজার গ্লেন ডিসুজা বললেন,'কলকাতার মতো উৎসব ও আনন্দের শহরের কেন্দ্রস্থলে এরকম একটা হোটেল খুলতে পেরে আমরা আপ্লুত।'
কথায় আছে কলকাতা শহর জানে অতিথি আপ্যায়ন কীভাবে করতে হয়। সেই আতিথেয়তার কথা মাথায় রেখেই হায়াত সেন্ট্রিক বলিগঞ্জের হসপিটালিটি বিভাগ কাজ করছে। এই শহরের সংস্কৃতিকে নানাভাবে তুলে ধরা হয়েছে হোটেলের প্রতিটা কোণায় কোণায়, প্রত্যেকটা ঘরে ঘরে। শুধুই থাকার জন্য নয়, ভাল খাবার খাওয়া বা নিশ্চুপে একটু সময় কাটাতে চাইলে হায়াত সেন্ট্রিক বালিগঞ্জ হোটেল হতে পারে আদর্শ ঠিকানা।
এবার বলি এই হোটেলে কী কী রয়েছে?
হায়াত সেন্ট্রিক বালিগঞ্জ হোটেলে রয়েছে দুই ধরনের রুম। কিং রুম এবং কুইন রুম। কিং রুমে রয়েছে একটি বড় বেড এবং কুইন রুমে দুটি সিঙ্গল বেড, সঙ্গে পুরোপুরি ফার্নিশড টয়লেট ও ওয়াশ রুম। বেডসাইট টেবিল, আধুনিক ক্লোসেট, দেওয়াল জোড়া টেলিভিশন,ফ্রিজ-কী নেই রুমে। ইন্টারনেট, ইনরুম সার্ভিস সহ আরও অনেক রকম সুযোগসুবিধা রয়েছে। এছাড়া আছে দুরকমের স্যুইট, একটা এক্সিকিউটিভ এবং অন্যটা সেন্ট্রিক। স্যুইটগুলো ভারী যত্ন করে সাজানো।বিশেষ করে এক্সিকিউটিভ স্যুইটের লিভিং এরিয়াটি। ৩০৪৫ স্কোয়ারফিটের গ্যালারি বলরুম থেকে শুরু করে স্টুডিও, লাউঞ্জ, হাই টি রেস্তোরাঁ-সবকিছু রয়েছে এখানে।
হোটেলের নিজস্ব রেস্তোরাঁ রয়েছে দুটি। একটি 'ইয়াইয়াবর' (যাযাবর) এবং অন্যটি 'টেস'। রয়েছে ফিটনেস সেন্টার, আউটডোর পুল সঙ্গে ছাদবাগান সহ রেস্তোরাঁ 'ক্যাল অন'। কন্টিনেন্টাল থেকে ইউরোপিয়ান, এমনকী পিওর বাঙালি খাবারও পাওয়া যাবে এখানে।
হায়াত সেন্ট্রিক ভারতে এই নিয়ে মোট ৭টা হোটেল খুলল। কলকাতার আগে হায়াত সেন্ট্রিকের প্রপার্টি রয়েছে নিউ দিল্লি, গোয়া, মুম্বই, দেরাদুন, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ে। প্রত্যেকটাই কিন্তু তৈরি হয়েছে শহরের প্রাণকেন্দ্রে। কলকাতার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।