শেষ আপডেট: 2nd November 2020 09:38
দ্য ওয়াল ব্যুরো: 'মিষ্টিমুখ' ছাড়া কি কোনও শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়? বিজয়া, ভাইফোঁটা, তার পরেই দীপাবলি। একের পর এক উৎসব। আর লক্ষ করে দেখুন কোনওটাই মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয় না। উৎসব বা বিয়ের মরশুমে জমিয়ে পেটপুজোয় পাতে মিষ্টি নেই-- এটা ভাবতেই পারেন না অনেকে। আবার যারা সারাবছর মিষ্টি খান না, তারাও কিন্তু একটু আধটু মিষ্টিমুখ করে ফেলেন এইসময়। অতএব রোগ থাকুক বা না থাকুক, মুখে মিষ্টির স্বাদ ছোঁয়ান প্রায় সকলেই। রসালো মিষ্টি বা সন্দেশ কোনটাই চিনি ছাড়া হয় না। যতই 'সুগার ফ্রি সন্দেশ' নাম দিক, তবুও তাতে কিছুটা সুগার তো থাকেই। আবার করোনা আবহে 'ইমিউনিটি ব্যুস্ট মিষ্টি'ও বাজারে এসেছে। মিষ্টি বিক্রেতারা রোগীদের কথাও যে ভাবছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু চিকিসকরা বলছেন, এগুলোর ওপর ভরসা করে যথেচ্ছ মিষ্টি খেয়ে ফেলা কিন্তু কোনও কাজের কথা নয়।