Latest News

জলের নীচে মধুচন্দ্রিমা, একের পর এক ছবিতে চমকে দিলেন কাজল

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রথম আন্ডারওয়াটার হোটেলে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন কাজল আগরওয়াল। বিয়ের পর করবা চৌথ কাটিয়ে এই সপ্তাহের শুরুতেই মালদ্বীপে পৌঁছে যান নবদম্পতি। তারপর থেকেই একের পর এক রোমান্টিক ছবি পোস্ট করে চমকে দিচ্ছেন ফ্যানেদের।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন মালদ্বীপে মুরাকা নামের এক হোটেলে তাঁরা এখন আছেন। কয়েকমাস আগেই উদ্বোধন হয়েছে এই আন্ডারওয়াটার হোটেলটির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ফুট নীচে এই হোটেল। যে স্যুটে কাজল, গৌতম কাটাচ্ছেন, তার প্রতিদিনের খরচ কত জানেন! ৩৭লক্ষ টাকা।

পুরু কাচে ঘেরা এই হোটেলের বেডরুমে বসেই সমুদ্রের তলার সমস্ত প্রাণী দেখা যায়। তেমনই এক ছবি পোস্ট করে কাজল লিখেছেন, “আমি মাছেদের দেখছি, নাকি মাছেরা আমাকে দেখছে?”।

কাজল, গৌতমের ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বেড়াতে ভীষণ পছন্দ করেন তাঁরা দুজনেই। কখনও নীল সমুদ্রের ধারে, কখনও বা বেডরুমে বসে দুজনেই একের পর এক পোস্ট করে চলেছেন মধুচন্দ্রিমার ছবি।

বেড়াতে গিয়ে ভাল খাবার আর পানীয়ের খোঁজ করতে ভালোবাসেন গৌতম, সেটাও পোস্ট করে জানাতে ভোলেননি নেটিজেনদের। বহুদিন পর বেড়াতে এসে দুজনেই যে ভীষণ মজা করছেন সেটা তাঁদের ছবি দেখলেই বুঝতে পারবেন।

১. তুঁতে নীল সমুদ্রের ধারে লাল পোশাক তো নজর কাড়বেই। কাজল সেকথা খুব ভাল করেই জানেন। আর তাই সমুদ্রের জলের সঙ্গে কনট্রাস্ট কালারের পোশাক নিয়ে ঘুরতে এসেছেন তিনি।‌ লাল ফ্লোরাল প্রিন্টের ড্রেসের সঙ্গে ম্যাচিং কানের দুল। হাত ভর্তি মেহেন্দি। অন্যদিকে গৌতম একেবারে ক্যাজুয়াল পোশাকে।‌ বেড়াতে গিয়ে প্রথমদিনই এই ছবিটি পোস্ট করেন কাজল।

২. সমুদ্রের তীরে বসে নিজের মেহেন্দি পরা পায়ের ছবিও পোস্ট করেন কাজল। ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার প্রয়োজনীয় জিনিসপত্র!”। দেখা যাচ্ছে পাশেই রয়েছে তাঁর ব্যাগ, সানগ্লাস আর টুপি।

৩. মধুচন্দ্রিমায় এসেও এক্সারসাইজ করতে ভোলেননি তিনি। হোটেলের বারান্দায় নিজের এক্সারসাইজ করার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “খুব তাড়াতাড়ি পুরোনো রুটিনে ফিরতে চাই!”। ছুটির পরই কাজের জগতে ফিরতে চান বলেই কি এত কসরৎ করছেন কাজল!

৪. ঠিক যেন মৎসকন্যা! হোটেলের রুমে বসেই এমনই একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তুঁতে রঙের জলের মাঝে নীল গ্লসি ড্রেসে এই বলিবিউটি ঠিক যেন জলপরী।

৫. বেডরুমে বসেই একসঙ্গে বহু ছবি পোস্ট করেছেন কাজল। ঘুম থেকে উঠে যে মাছেদের দেখেই যে তাঁর সকাল শুরু হচ্ছে, এমনটাও জানিয়েছেন ছবি পোস্ট করে।

লন্ডনের পর মালদ্বীপ এখন বিটাউনের সেলেব্রিটিদের সেকেন্ড হোম বলা যেতে পারে। লকডাউনে বহুদিন অনেকে ঘুরতে যেতে পারেননি। সে নিয়ে দুঃখ প্রকাশও করেছেন অনেকে। ইন্টারন্যাশনাল ফ্লাইট চলা শুরু হতেই ঘর থেকে বেরিয়ে পড়েছেন তাই অনেকেই। অল্প কিছুদিনের জন্য হাওয়া বদল হোক বা মধুচন্দ্রিমা, নিভৃতে সময় কাটাতে চাইলেই সকলে মালদ্বীপে চলে আসছেন। সম্প্রতি ক্যাটরিনা কাইফ, তাপসি পান্নু, নেহা ধুপিয়া, বরুন ধাওয়ান, মৌনি রায় প্রত্যেকেই এখানে ছুটি কাটিয়ে গেছেন।

You might also like