
ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর করুন, রইল উপায়
তবে শুরু থেকে সচেতন না হলে এটি এক রকম স্থায়ীই হয়ে বসে যায়, অপরিচ্ছন্ন করে তোলে আপনার স্কিন। সাধারণত আমাদের টি জোনে (কপাল ও নাকে) তেল্গ্রন্থিগুলো মুখের অন্যান্য অংশের তুলনায় বেশি সক্রিয় থাকে। তেল নিঃসরণ বেশি হওয়ায় ধুলো-বালি জমে ব্ল্যাকহেডস হয়ে যায়। স্কিন তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়, হয়ে পড়ে অমসৃণ। এমনকি ঐ স্থানে মেকআপ করলেও তা ঠিকমতো বসতে চায় না।
ব্ল্যাকহেডস দূর করবেন কিভাবে? চলুন দেখে নেয়া যাক!
১. লেবু চিনির স্ক্রাবার
ঘরোয়া পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এটি। মাঝারি সাইজের একটা লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে, তবে খেয়াল রাখা দরকার চিনি যেন সবটা গলে না যায় । যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে পুরু করে লাগান প্যাকটি ও ম্যাসাজ করুন চিনি গলে যাওয়া না পর্যন্ত। এর পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার করলেই মিলবে উপকার। সেই সঙ্গে স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আর এক্সফলিয়েট করতেও এর জুড়ি নেই।
২. বেকিং সোডা
১ চামচ বেকিং সোডা আর ২ চামচ জল দিয়ে পেস্ট তৈরি করতে হবে। মিনিট পাঁচেক হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি স্কিনের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে, ব্ল্যাকহেডস কমিয়ে আনে। অনেক সময় ব্ল্যাকহেডস পরিষ্কার হয়ে এলেও স্কিনের পোরসগুলো বড় থেকে যায়। এক্ষেত্রেও বেকিং সোডা চমৎকার কাজ করে। তবে হ্যাঁ, যাঁদের স্কিনে বেকিং সোডা স্যুট করে না অর্থাৎ যাঁদের অ্যালার্জির প্রবলেম আছে, তাঁরা এই পেস্ট ব্যবহার করবেন না।
৩. আমন্ড গোলাপজলের স্ক্রাবার
২ চামচ আমন্ড গুঁড়ো আর ১ চামচ গোলাপজল মিশিয়ে এর পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই পেস্ট সম্পূর্ণ মুখে লাগিয়ে সার্কুলার মোশনে ধীরে ধীরে ম্যাসাজ করতে ২-৩ মিনিট ধরে। তারপর ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস দূর করার সঙ্গে সঙ্গে এটি স্কিনে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
৪. মধু ও দারুচিনি
শুষ্ক ত্বকেও হতে পারে ব্ল্যাকহেডস। তাঁদের জন্য মধু আদর্শ। দারুচিনি গুঁড়ো আর মধু ২:১ পরিমাণে মিশিয়ে ব্ল্যাকহেডস এর উপর ১৫-২০ মিনিট রাখুন। এর পর ২ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে । একই সঙ্গে এটি ময়েশ্চারাইজার আর স্ক্রাবার হিসেবে কাজ করে, সপ্তাহে ২ বার ব্যবহারেই ব্ল্যাকহেডস কমে আসবে।
৫.মধু ও হলুদ
মধু ও হলুদ ভাল করে মিশিয়ে নিয়ে মুখে লাগালেও ব্লাকহেডস দূর করা সম্ভব। এক্ষেত্রে মুখ ভালভাবে ধুয়ে ব্যবহার করতে হবে। প্রতিদিন ১-২ ঘণ্টা ব্যবহারে ব্লাকহেডস থেকে মুক্তি মিলতে পারে।