শেষ আপডেট: 29th December 2020 12:26
দ্য ওয়াল ব্যুরো: গান থেকে কবিতা, সব কিছুতেই উঠেছে চোখের কথা। কোথাও চোখের গভীরতাতে ডুবে যেতে চেয়েছেন কবি, আবার কোথাও কালো হরিণ চোখের মাদকতাতে মোহিত হতে চেয়েছেন! তাই ঘুরে ফিরেই এসেছে চোখের কথা, সৌন্দর্যের রহস্য যে লুকিয়ে রয়েছে চোখের কোটরে তা বলাই যায়।
এই চোখের যত্ন নিতে ব্যস্ত তাই আজকাল সকলেই। অতিরিক্ত কাজের চাপ, রাতে না ঘুমোনো, টেনশন ইত্যাদি বহু কারণে কালো হরিণ চোখের নীচে দেখা যায় ডার্ক সার্কেল। সেই ডার্ক সার্কেল দূর করার কিছু সহজ টিপস, রইল আপনাদের জন্য।
আলুর রস
আলুকে কেটে তার রস বের করে নিতে হবে। তারপর তুলোতে করে চোখের চারদিকে কালো অংশতে ভাল করে লাগাতে হবে। এরপর ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। দেখবেন কিছুদিনের মধ্যে দূর হবে যাবে দাগ।
টমেটো ও চুনের মিশ্রণ
একচামচ টমেটোর বাটা বা রসের সঙ্গে চুনের জল মিশিয়ে দিনে দুবার কালো জায়গাতে লাগালেই মিলবে উপকার।
টমেটো ও পুদিনার রস
এক গ্লাস টমেটোর রসে পুদিনা পাতা, লেবুর রস ও নুন দিয়ে দিনে দুবার খেলেও অনেকটা উপকার পাওয়া যাবে।
বাদামের পেস্ট
দুধের সঙ্গে বাদাম বাটা মিশিয়ে নিয়ে কালো অংশে ভাল করে লাগাতে হবে। পুরু করে লাগানো হয়ে গেলে ১০-১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। এটা চোখের চারদিকে থাকা দাগকে আস্তে আস্তে হালকা করে দেয়।
আনারসের রস
আনারসের রসের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে ডার্ক সার্কেলের ওপরে নিয়মিত লাগালে, কিছুদিনের মধ্যেই উপকার পাবেন।
ময়েশ্চারাইজার
রাতে শুতে যাওয়ার আগে মুখ ভাল করে ধুয়ে দিয়ে নিতে হবে। তারপর চোখের চারপাশে ক্রিম লাগিয়ে ঘুমোতে যেতে হবে। তাহলে ডার্ক সার্কেল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
টি ব্যাগ
ঠান্ডা জলে টি ব্যাগকে ভিজিয়ে নিয়ে চোখের ওপরে কিছুক্ষণের জন্য রাখলেও মুক্তি পাওয়া যাবে ডার্ক সার্কেলের থেকে।