শেষ আপডেট: 16th January 2021 09:17
দ্য ওয়াল ব্যুরো: বেশিরভাগ নারী দ্বিধাগ্রস্থ থাকেন শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ওয়াক্সিং করবেন না-কি শেভিং! যদিও ওয়াক্সিংকে ত্বকের জন্য ভাল হিসেবে বিবেচনা করা হয়। তবে তা নির্ভর করে ত্বকের টাইপের ওপর। সংবেদনশীল ত্বকে ওয়াক্সিং কিংবা শেভিং যা-ই করুন না কেন র্যাশ উঠবেই। যদি আপনার ত্বক সাধারণ হয়ে থাকে তবে ওয়াক্সিং করতে পারেন। তবে সঠিক নিয়ম জেনে।
রেগুলার ওয়াক্স
লেবু আর চিনি দিয়ে তৈরি এই সাধারণ ওয়াক্স দীর্ঘদিন ধরেই অনেকে ব্যবহার করে আসছেন। এই ওয়াক্সিংয়ে চুল শিকড় থেকে উঠে যায় ঠিকই কিন্তু ব্যথাও খুব লাগে। অনেক সময় এই জাতীয় ওয়াক্সিং করার ফলে ত্বকে লাল র্যাশ আর দানা দানা বেরিয়ে যায়। ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে এই ওয়াক্সিংয়ের সাইড এফেক্ট প্রায় ২ থেকে ৩ দিন পর্যন্ত রয়ে যায়। রেগুলার ওয়াক্সিংয়ে পাতলা আর ছোট চুল খুব সহজে ওঠে না। তাই আপনাকে বার বার ওই সব নির্দিষ্ট অঞ্চলে ওয়াক্স লাগাতে হয়, কারণ একবারে সব চুল এই ওয়াক্সিংয়ে কিছুতেই ওঠে না। এর জন্যই র্যাশ হয়, তাই এখানে লোসন, ক্রিম ইত্যাদি ব্যাবহার করতে পারেন।
চকোলেট ওয়াক্স
চকোলেট ওয়াক্স তৈরি হয় কোকো, সয়াবিন তেল, বাদাম তেল, গ্লিসারিন, অলিভ অয়েল আর ভিটামিন এই সমস্ত মিশিয়ে। সম্প্রতি এই ওয়াক্স খুব জনপ্রিয় হয়েছে। এই ওয়াক্স শরীরের নরম অংশে ব্যবহার করা যায় এবং এই ওয়াক্স ব্যবহার করলে ত্বকে কোনও লালভাব বা জ্বালা হয় না। এই ওয়াক্স ছোট ও পাতলা চুল তুলে দিতে সক্ষম। তাছাড়া ত্বকে যদি সানট্যান থাকে তাহলে সেটাও মুছে দিতে পারে এই ওয়াক্স। এই জাতীয় ওয়াক্সে যে তেল থাকে সেটা ওয়াক্সিংয়ের পরে আপনার ত্বককে কোমল রাখে। চকোলেট অয়াক্স সব রকমের ত্বকের জন্য উপযোগী। এমনকি সেনসিটিভ বা স্পর্শকাতর ত্বকেও এই ওয়াক্স খুব কার্যকরী।তবে রেগুলার ওয়াক্সের চেয়ে চকোলেটট ওয়াক্স একটু দামী। তাই চকোলেট ওয়াক্স কেনার আগে নিজের বাজেটটাও একটু দেখে নেবেন।
ওয়াক্সিংয়ের আগে স্ক্রাব করুন
ওয়াক্সিং করার আগে ভাল করে শরীরে স্ক্রাব করুন। ভাল করে স্ক্রাবিং করলে ত্বকের ভেতরে থাকা মৃত কোষগুল বের হয়ে যায়, ফলে ওয়াক্সিং করলে আর সমস্যা হয়না।
এসেনসিয়াল ওয়েল
ওয়াক্সিংয়ের পরে ১৫-২০ ড্রপ ল্যাভেন্ডার তেলের সঙ্গে ১০০মিলিগ্রাম ক্যালেন্ডুলার তেল ভাল করে মিশিয়ে লাগান। এটা ত্বককে রুক্ষ হতে দেয়না, তেমনই তুলকানির হাত থেকেও রক্ষা করে। এছাড়াও অ্যালোভেরা জেলও লাগাতে পারেন ওয়াক্সিংয়ের পরে।