শেষ আপডেট: 14th February 2022 06:30
‘টুইনডেমিক’ কী, কেন এত আতঙ্ক, বাঁচার উপায়ও বললেন বিশেষজ্ঞ
করোনা চোখ রাঙিয়েই আছে। অতিমহামারীতে বিশ্বে পয়লা নম্বরে আমেরিকা। মারণ ভাইরাসের সঙ্গেই এবার সংক্রামক ফ্লুয়ের আতঙ্কও প্রবল হচ্ছে। শীতের আগে এই ফ্লু বা ভাইরাল ফিভার জাঁকিয়ে বসে মার্কিন মুলুকে। শীতকাল তাই সেখানে ‘ফ্লু সিজন’। একে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাস, এই দুইয়ের জোড়া আক্রমণে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে তাকেই বিশেষজ্ঞরা বলছেন ‘টুইনডেমিক সিচুয়েশন’ । শীতের সময় করোনাভাইরাসের দাপট আরও বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। পশ্চিমের দেশগুলিতে করোনার তৃতীয় ঢেউ যে সজোরে ধাক্কা দিতে পারে এমন সম্ভাবনার কথা অনেক আগেই বলা হয়েছে। এর মধ্যে যদি ইনফ্লুয়েঞ্জার উৎপাত বাড়ে, তাহলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।