শেষ আপডেট: 18th December 2020 13:45
দ্য ওয়াল ব্যুরো: বছরে অন্যান্য সময়ের তুলনায় শীতকালেই চুলের সমস্যায় ভোগেন বেশিরভাগ মেয়েরা। শুধু বয়স্করা না, কমবয়সীরাও একই সমস্যায় ভোগেন। অতিরিক্ত চুল পড়া, খুসকি, এমনকি শ্যাম্পু করার একদিন পরেই চুল আঠা আঠা হয়ে যাওয়া, এই সমস্যাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। রোজকার জীবনযাত্রায় কয়েকটা জিনিসে বিশেষ খেয়াল রাখলেই, এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে।
১. শ্যাম্পু করার পর খুব ভাল করে চুল ধুতে হবে। যাতে শ্যাম্পু বা কন্ডিশনার কোনটাই চুলে লেগে না থাকে। ঠিকমতো চুল না ধুলে, গোড়াতেই শ্যাম্পু জমে থাকে। তার থেকেই খুসকি হতে পারে।
২. চুলের গোড়ায় কখনই কন্ডিশনার লাগিয়ে ম্যাসাজ করবেন না। সবসময় চুলের মাঝখান থেকে নীচের দিকে কন্ডিশনার লাগাবেন।
৩. অতিরিক্ত গরম জলে চুল ধোবেন না। এতে চুল আরও বেশি রুক্ষ, শুষ্ক হয়ে যায়। শীতকালে হালকা উষ্ণ জলে স্নান করার চেষ্টা করবেন।
৪. যেকোনও স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করার আগে সিরাম বা অল্প তেল লাগিয়ে নিন। নয়তো স্টাইলিং প্রোডাক্টের হিটে চুল রুক্ষ হয়ে যেতে পারে।
৫. ভেজা চুলে কখনই কার্ল বা স্ট্রেট করবেন না। চুল ধোয়ার পর শুকিয়ে গেলে তবেই স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করুন।
৬. চুলের গোড়ায় শ্যাম্পু লাগিয়ে ভাল ভাবে ম্যাসাজ করবেন। তারপর আস্তে আস্তে চুলের নীচের দিকে নেমে পরিষ্কার করবেন। চুলের গোড়া ভাল ভাবে পরিষ্কার করলেই খুসকির সমস্যা অনেকটা কেটে যায়।
৭. শুকনো তোয়ালে দিয়ে ঘষে ঘষে চুল মুছবেন না। এতে চুল আরও বেশি রুক্ষ হয়ে যায়। আলতোভাবে জল মুছে নিয়ে, স্বাভাবিকভাবেই চুল শোকানোর চেষ্টা করুন। এতে চুল অনেক নরম থাকে।