Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Gold Price Today

সোনার দাম সামান্য কমল! আজ গয়না গড়াতে দিলে জেনে নিন, কতটা সস্তা হল হলুদ ধাতু

আজ, মঙ্গলবার সোনা কেনার কথা ভাবলে, দেখে নিন কত ক্যারেটে কত দাম পড়বে।

সোনার দাম সামান্য কমল! আজ গয়না গড়াতে দিলে জেনে নিন, কতটা সস্তা হল হলুদ ধাতু

দাম কমল সোনার।

শেষ আপডেট: 9 July 2024 03:10

দ্য ওয়াল ব্যুরো: রথের পরেই দাম কমল সোনার। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম আজ নেমেছে ৭৩ হাজার ৫৮০ টাকায়। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ সামান্য হলেও কমেছে দাম।

আজ, মঙ্গলবার সোনা কেনার কথা ভাবলে, দেখে নিন কত ক্যারেটে কত দাম পড়বে।
 

২২ ক্যারেট সোনা:

৬ হাজার ৭৪৪ টাকা দাম ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার। অর্থাৎ গতকালের তুলনায় গ্রামে দাম কমেছে ১ টাকা। ১০ গ্রামের দাম আজ ৬৭ হাজার ৪৪০ টাকা, গতকাল যে দাম ছিল ৬৭ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে। আজ দাম ৬ লক্ষ ৭৪ হাজার ৪০০ টাকা।

২৪ ক্যারেট সোনা:

৭ হাজার ৩৫৭ টাকা দাম ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার।  ১০ গ্রামের দাম ৭৩ হাজার ৫৭০ টাকা। ১০০ গ্রামের দাম ৭ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে ১০০ গ্রাম সোনার।

১৮ ক্যারেট সোনা:

৫ হাজার ৫১৮ টাকা দাম ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার। ১০ গ্রামের দাম ৫৫ হাজার ১৮০ টাকা। ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ৫১ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে ১০০ গ্রাম সোনার।

রুপোর দাম:

মঙ্গলবার সোনার দাম কমলেও রুপোর দাম বেড়েছে। ১ গ্রাম রুপোর দাম ৯৫.১০ টাকা। ১০ গ্রামের দাম ৯৫১ টাকা। ১০০ গ্রামের দাম ৯,৫১০ টাকা। ১ কেজির দাম ৯৫ হাজার ১০০ টাকা।


ভিডিও স্টোরি