শেষ আপডেট: 28th November 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই পেট পুজো। মনোরম আবহাওয়ায় মন পসন্দ খাবার না থাকলে ঠিক জমে না। এই কথা মাথায় রেখেই শীত স্পেশাল মেনু নিয়ে হাজির হয়েছে কলকাতার বিখ্যাত দক্ষিণ ভারতীয় রেস্তরাঁ 'ট্যামারিন্ড।' স্যুপ থেকে ফ্রাই, দক্ষিণ ভারতের একাধিক জনপ্রিয় ডিশ পাবেন এই মেনুতে।
ট্যামারিন্ডের আলাদা করে পরিচয়ের প্রয়োজন পড়ে না। কলকাতার বুকে বেশ কিছু বছর ধরে গর্বের সঙ্গে দক্ষিণের খাবার পরিবেশন করে চলেছে এই রেস্তরাঁ। এই শীতে তাঁদের এই বিশেষ মেনু চেখে দেখতে পারেন আপনিও।
শীতে পেটের আরাম, শরীরেরও আরাম স্যুপ। যার জন্য এই বিশেষ মেনুর প্রথমেই থাকছে মুলিগাতাউনি স্যুপ। ট্যামারিন্ড রেস্তরাঁর নাম, এই স্যুপেও বাদ যায়নি সে। বলছি তেঁতুলের কথা। বিশেষ মেনু এই স্যুপ ডাল, তেঁতুল, গোল মরিচ, জিরে দিয়ে তৈরি। ভেজ, নন ভেজ দুই অপশনই পাওয়া যাবে।
দক্ষিণ ভারতের সামুদ্রিক অঞ্চলে যে ধরনের স্বাদ জনপ্রিয়, সেই স্বাদই বয়ে আনা হয়েছে কলকাতায়। বিশেষ মেনুতে জায়গা পেয়েছে পমফ্রেট ফ্রাই। বাঙালি খাবারেও এই ডিশ জনপ্রিয় কিন্তু ট্যামারিন্ডের পমফ্রেট ফ্রাই একটু আলাদা।
রয়েছে ক্র্যাব পেপার ফ্রাই, কুর্গ চিকেন, মাটন স্ট্যু এবং শেষ পাতে আপ্পাম। এই প্রত্যেকটি ডিশে দক্ষিণ ভারতের ছোঁয়া স্পষ্ট পাওয়া যাবে।
দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে রয়েছে এই রেস্তরাঁ। বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনও সময় এই মেনু চেখে দেখতে পারেন।