শেষ আপডেট: 29th December 2022 12:07
নববর্ষে চমক।
সল্টলেকের পর ইন্দো-কন্টিনেন্টাল রেস্তোরাঁ দ্য ক্যানিস্টারের (The Canister Cafe) দ্বিতীয় আউটলেট খুলল কালিকাপুরে। ১৫০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে ৫৫টি আসন বেষ্টিত খোলা আকাশের নিচে রিসাইকেল অন্দরসজ্জা যা রেস্তোরাঁর বাড়তি পাওনা। স্ক্র্যাপ মেটিরিয়াল রেস্তোরাঁর অন্দরসজ্জায় জায়গা পেয়েছে যা পরিবেশবান্ধব।
রেস্তোরাঁর কর্ণধার জুটি শুভজিৎ দেবনাথ ও প্রীতম রায় রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধনে বললেন,' এটি সম্পূর্ণ ফাইন ডাইনিং রেস্তোরাঁ। এখানে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এমনকি নিজের পরিবারকে নিয়ে মানুষ খাবার উপভোগ করতে পারেন। কালিকাপুর অঞ্চলে এটি একটি রুফটপ ক্যাফে (The Canister Cafe)। এই ক্যাফের অন্দরসজ্জা খুবই সুন্দর যা মন ভরিয়ে দেবে'
সুস্বাদু খাবার চাখতে চাখতে মিউজিকের আনন্দও নেওয়া যাবে। স্ট্যান্ড আপ কমেডি এখানের বিশেষ আকর্ষণ। ওয়াইফাই-এর সুযোগ-সুবিধা গ্রাহকরা পাবেন।
'মেনুতে কী কী থাকছে?
কন্টিনেন্টাল ডিশই এখানকার সেরা আকর্ষণ। ইন্দো-কন্টিনেন্টাল ফিউশন রসনা তৃপ্ত করবে তাতে কোনও সন্দেহই নেই।
স্যুপ , সালাড, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা, অ্যাপিটাইজার, কাবাব, টিক্কা ,ডেজার্ট ইত্যাদি পাওয়া যাবে। এখানে মেনকোর্স মিলবে। স্পেশাল ডিশ ব্লু মার্বেলিং , ব্লুবেরি পালোমা, সানসেট ইন অটাম হাওয়াইয়ান মেক্স শিক কাবাব, পাইন ক্রাস্ট চিকেন, দিল খুশ কাবাব, শিস পানির স্কিউয়ার্স ইত্যাদি। এছাড়াও রয়েছে রকমারি মকটেল।
খরচ কর সমেত ৮০০ টাকা (২জন)।
ঠিকানা: ৯৫৬ কালিকাপুর রোড, পূর্বাচল কলকাতা ৯৯ (রায়পুর ইলেকট্রনিক্সের পাশে)
যোগাযোগ ৭০০৫৭৯৫৫৪৯।