শেষ আপডেট: 17th December 2022 13:34
শীতকাল মানেই পার্টি সিজন শুরু। ফলে সাজগোজ তো করতেই হয়। কিন্তু তার আগে ত্বক ঠিক রাখা অত্যন্ত জরুরি। কারণ শীতে আদ্রর্তা এবং উজ্জ্বলতা দুটোই কমে যায়। ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। সে কারণে এই সময় প্রচুর পরিমাণে জল খাওয় উচিত। ঠান্ডায় এই সময় মানুষের জল খাওয়ার প্রবণতা কমে যায়। খাদ্য তালিকায় কমলালেবু অবশ্যই রাখতে হবে। কারণ কমলালেবু স্কিনে গ্লো বাড়তে সাহায্য করে।
এবার আসি মেকআপ প্রসঙ্গে। প্রথমেই বলতে হয় বেস মেকআপের ক্ষেত্রে অয়েলি স্কিনে নর্মাল প্রাইমার ব্যবহার করতে হবে। তারপর ফাউন্ডেশন ব্যবহার করা ভাল। আর যদি নর্মাল টু ড্রাই স্কিন হয়, সেক্ষেত্রে প্রাইমার অয়েল ব্যবহার করে তার ওপর স্নিন টোনের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। তবেই তা দেখতে ভাল দেখাবে ।
যাঁদের ড্রাই স্কিন তাঁদের লিউমিনাস কম্প্যাক্ট দিয়ে মেকআপ সেট করতে হবে। আর যাঁদের অয়েলি স্কিন তাঁরা নর্মাল কম্প্যাক্ট ব্যবহার করুন। তবে প্রাইমার বা ফাউন্ডেশন যেটাই ব্যবহার করুন না কেন তা এস পি এফ যুক্ত হওয়া বাঞ্ছনীয়।
যাঁদের চোখের তলায় কালি বা ডার্ক সার্কেল আছে তাঁরা কনসিলার ব্যবহার করতে পারেন। যেহেতু পেশাদার মেকআপ আর্টিস্ট এর সাহায্য না নিয়ে নিজেরা মেকআপ করবেন তাই বেস মেকআপ এবং কনসিলারের ব্যবহার অতি অল্প পরিমাণে করতে হবে। ব্লেন্ডিং কিন্তু মেকআপের অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ব্লেন্ডিং ব্রাশ বা স্পন্জ দিয়ে খুব ভাল করে ব্লেন্ডিং করতে হবে। বেস মেকআপ কে খুব ভাল করে স্কিনের সঙ্গে সেট করতে হবে। তারপর কম্প্যাক্ট দিয়ে ওভারঅল 'ফেস' এর মেকআপ কে সেট করে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মেকআপ যেন ন্যাচারাল লুক থাকে।
শীতে জমজমাট পার্টি, পর পর বিয়েবাড়ি মানেই ওজন বাড়ার ভয়, কী করবেন
গ্রীষ্মকালে সমস্যা হল প্রচন্ড গরমে মেকআপ খুব তাড়াতাড়ি 'প্যাচি,' 'সোয়েটি' হয়ে যায় । ফলে মেকআপের এক - দু ঘণ্টা পরে মুখ 'গ্রে' দেখতে লাগে। সেরকম আবার শীতকালে অতিরিক্ত শুষ্কতার জন্য মেকআপ হার্ড হয়ে গিয়ে' গ্রে' দেখায়। তাই মেকআপ বেসের ক্ষেত্রে ফাউন্ডেশন ,কম্প্যাক্ট সঠিক রং নির্বাচন করুন । ফাউন্ডেশন কেনার সময় এক বা দু টোন 'ফেয়ার' কেনার কোনও দরকার নেই। এটা খেয়াল রাখা দরকার। ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভাল করে ব্লেন্ডিং করে তারপর কম্প্যাক্ট দিয়ে সেট করুন। মেকআপের শেষে অবশ্যই ফিক্সার ব্যবহার করুন।
কলমে চৈতালি দত্ত