শেষ আপডেট: 3rd November 2023 17:12
দ্য ওয়াল ব্যুরো: দু-তিনদিন হাতে সময় থাকলে কলকাতার মানুষের কাছেপিঠে ঘুরতে যাওয়ার জায়গা ওই দি-পু-দা মানে দিঘা, পুরী এবং দার্জিলিং। কিন্তু আপনি কি জানেন কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্বে রয়েছে এমন অনেক ঘুরতে যাওয়ার জায়গা, যেখানে গেলে মন ভাল হতে বাধ্য।
কলকাতার একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলোতে।
গোলপাতার জঙ্গল
উত্তর ২৪ পরগনাতে ইছামতী নদীর ধারে অবস্থিত টাকি। ওপারেই বাংলাদেশ। সেখান থেকে কিছু দূরেই অবস্থিত গোলপাতার জঙ্গল। 'মিনি সুন্দরবন' বলা হয় এই জঙ্গলকে। নৌকা ভ্রমণ হোক বা শান্ত পরিবেশে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, গোলপাতার জঙ্গল কিন্তু সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য একদম উপযুক্ত। নৌকা করে বাংলাদেশের কাছ থেকে ঘুরে আসতে চাইলে অবশ্যই সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন গোলপাতার জঙ্গলে যাওয়ার জন্য।
পিয়ালী আইল্যান্ড
চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে মাতলা নদী, মাঝখানে সবুজ, শান্ত, নিরিবিলি পরিবেশ- এমন জায়গায় সময় কাটাতে চাইলে অবশ্যই পৌঁছে যেতে হবে পিয়ালী আইল্যান্ডে। শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন (লক্ষ্মীকান্তপুর লোকাল) ধরে নামতে হবে দক্ষিণ বারাসত স্টেশনে। সেখান থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত পিয়ালী আইল্যান্ড। ট্রেকার বা টোটো ধরে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে। থাকার অনেক জায়গা পেয়ে যাবেন বা একটু রোমাঞ্চকরভাবে থাকতে চাইলে টেন্ট নিয়ে গিয়ে নদীর ধারে ঘাঁটি গাড়তেই পারেন।
আছিপুর
ভারতের সবথেকে বড় চাইনিজ কমিউনিটি এখানে দেখতে পাওয়া যাবে। চাইনিজ মন্দির, চাইনিজ খাবার এসব যদি আপনাদের পছন্দের তালিকায় থাকে তাহলে অবশ্যই এই জায়গায় গিয়ে একবার ঘুরে আসতে পারেন। জানা যায়, কলকাতায় এখানেই প্রথম বড় কলোনি গড়ে উঠেছিল। শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে বজবজ নামুন সেখান থেকে টোটো করে পৌঁছে যান আছিপুরে।
চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি
পাখি, প্রজাপতি, বিভিন্ন গাছ আর অর্কিডের বিশাল সাম্রাজ্য এই স্যাংচুয়ারি। শিয়ালদহ থেকে দক্ষিণ কলকাতা যাওয়ার ট্রেনে উঠে নামতে হবে নরেন্দ্রপুরে। সেখান থেকে একটা টোটো নিয়ে নিলেই আপনাকে পৌঁছে দেবে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। পাখি প্রেমিক হন বা আপনার যদি বার্ড ফটোগ্রাফি করার শখ থাকে হাতের কাছে এই জায়গা থেকে একবার ঘুরে আসতেই পারেন।
চন্দ্রকেতুগড়
শিয়ালদহ থেকে ট্রেন ধরে নেমে পড়ুন বারাসত। সেখান থেকে যেতে হবে দেগঙ্গা। দেগঙ্গা থেকে অটো বা টোটো আপনাকে নিয়ে যাবে চন্দ্রকেতুগড়। অনেকগুলো গ্রামের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত এই ঐতিহাসিক স্থান। এখানে এখনও ২৫০০ বছরের পুরনো চন্দ্রকেতুগড় সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। টেরাকোটার মন্দির, তামার মূর্তি, সঙ্গে অনেকটা জায়গা জুড়ে সবুজ। এমন জায়গা কলকাতার এত কাছে আছে আগে জানতেন!
কলকাতা সর্প উদ্যান
১৯৭৭ সালে তৈরি হওয়া এই সর্প উদ্যান কিন্তু টুক করে ঘুরে আসার জন্য একদম উপযুক্ত। শিয়ালদহ থেকে ট্রেন ধরে মধ্যমগ্রাম পৌঁছে যান। সেখান থেকে একটা অটো ধরলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে।