শেষ আপডেট: 23rd February 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ওয়েনাড়ের নাম শোনেননি এমন ভারতবাসী কম আছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সুবাদে বারবার কেরলের ওয়েনাড়ের নাম ছাপার অক্ষরে পড়েছেন আট থেকে আশির সকলেই। রাজনীতির পঙ্কিল পরিসরে থাকলেও আসলে ওয়েনাড় কিন্তু একটি ছবির মতো জায়গা। লোকসভা ভোট ঘোষণার আগেই ঢুঁ মেরে আসতে পারেন রাহুলের কেন্দ্র থেকে। সঙ্গে মনের ফ্রেমে বাঁধাই করে আনবেন কয়েক বছরের সবুজ স্মৃতি। কারণ সবুজ এখানকার ল্যান্ডস্কেপ।
কী আছে ওয়েনাড়ে?
সবুজ চিরহরিৎ বনানী। চা বাগান। ঐতিহ্যে মোড়া স্মৃতিসৌধ, স্থানীয় সংস্কৃতি, ঔপনিবেশিক স্মৃতি জড়ানো বাংলো আরও অনেক কিছু। কর্নাটক ও তামিলনাড়ু থেকেও ঢুকে পড়া যায় সীমান্তবর্তী ওয়েনাড়ে। কালপেট্টা হল ওয়েনাড়ের মধ্যমণি। এছাড়াও ভাইথিরি, লক্কিড়ি, চুন্ডালে প্রাকৃতিক সবুজ গাছগাছালিতে ভরপুর। বন্য পরিবেশ উপভোগ করতে পারবেন। সুলতান বাথেরি হল বন্যপ্রাণপ্রেমীদের আদর্শ জায়গা। মনন্তাভাড়ি সাংস্কৃতিক, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা।
কীভাবে যাবেন?
ওয়েনাড় যেহেতু পাহাড়ি জায়গা, তাই সেখানে এখনও রেলপথ নেই। কোঝিকোড় থেকে সড়কপথে যেতে হবে। কোঝিকোড় থেকে ১১০ কিমি দূরে রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র। রেলপথে কোঝিকোড় সংযুক্ত কোচি, চেন্নাই এবং বেঙ্গালুরুর সঙ্গে। কোঝিকোড় থেকে বেশ কিছু বাস যায়, আপনি নিজের মতো গাড়ি ভাড়া করতেও পারেন। নিকটবর্তী বিমানবন্দর কোঝিকোড়েই।
ওয়েনাড়ের দর্শনীয় স্থান
ত্রিস্সিলেরি শিব মন্দির, ছেম্ব্রা শিখর, পুলপল্লি সীতাদেবী মন্দির, সাঁওতাল পাহাড় জলপ্রপাত, লক্কিড়ি ভিউপয়েন্ট, থিরুনেল্লি মন্দির, কুরুওয়াদ্বীপ, কারলাড় লেকের কাছে ওয়েনাড় অ্যাডভেঞ্চার ক্যাম্প, ওয়েনাড় ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি, বনাসুর পাহাড়, চেন ট্রি, উরাবু ব্যাম্বু ভিলেজ, প্রাচীন জৈন মন্দির, ফ্যান্টম রক, প্রাচীন গির্জা, মানিকাবু মন্দির, আরিপ্পারা জলপ্রপাত, নীলিমা ভিউ পয়েন্ট, মিনমুট্টি জলপ্রপাত, পুকোড়ে লেক, এড়াক্কাল কেভস, পক্ষিপাঠালম বার্ড স্যাংচুয়ারি।