শেষ আপডেট: 28th May 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: সৌন্দর্য ও সুস্বাস্থ্যের প্রোডাক্টের জন্য বিখ্যাত ভিএলসিসি সম্প্রতি তাঁদের ৩৫ বছরের যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতায়। এই সংস্থা ৩৫ বছরে স্কিন ও স্কিনকেয়ার-বিষয়ক নানা সমস্যার সমাধান এনে হাজির করেছে গ্রাহকদের জন্য। এর পাশাপাশি নিজেদের নতুন ক্লিনিক রেঞ্জ বাজারেও ছেড়েছে ভিএলসিসি।
সম্প্রতি ভিএলসিসি আয়োজিত এক অনুষ্ঠানে শোনা গেল স্কিন ও শরীরের নানা সমস্যার কথা। উপস্থিত ছিলেন ভিএলসিসির বিশেষজ্ঞ চিকিৎসকরা। আড্ডা ও আলাপচারিতার মাধ্যমে ত্বকের নানান সমস্যা নিয়ে আলোচনায় উঠে আসে কিছু জরুরি প্রশ্ন। স্কিনকেয়ারের বিভিন্ন নিয়মবিধি, সুস্বাস্থ্য ও সার্বিকভাবে ভাল থাকার উপায় নিয়েও আলোচনা হয় এই অনুষ্ঠানে।
জানা যায় প্রতিটি ভিএলসিসি ক্লিনিকে এখন প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা করে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ থাকবে, যেখানে তাঁরা নিজেদের সমস্যা নিয়ে একান্তে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন। ২০০-রও বেশি এক্সপার্ট সঙ্গে ৩০০-র বেশি ক্লিনিক রয়েছে ভিএলসিসির। নতুন এই রেঞ্জে রয়েছে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সিরাম, সানস্ক্রিনসহ আরও নানা বিউটি ও ওয়েলনেস প্রোডাক্ট।