শেষ আপডেট: 6th February 2024 17:59
আমাদের সরস্বতী পুজোর দিনটাই নাকি আসল প্রেমদিবস, যাকে বলে ভ্যালেন্টাইন'স ডে। যবে থেকে ভ্যালেন্টাইন'স ডে'র রমরমা শুরু হয়েছে তবে থেকেই শুনে আসছি বাঙালির ভালবাসাবাসির দিন সরস্বতী পুজো। এই বছর অবশ্য দুটো ইভেন্ট একই দিনে -১৪ ফেব্রুয়ারি। দিনটা কীভাবে সেলিব্রেট করবেন, পোশাকের প্ল্যানিং কেমন হবে, মেকআপ হেয়ারস্টাইলই বা কী রকম-এই সব নিয়ে বেশ পাজলড সব্বাই। তাঁদের পথ দেখাতে বেশ কয়েকজন ফ্যাশন ডিজাইনার, স্টাইলিং এক্সপার্টের সঙ্গে কথা বলে সমস্যার কিছুটা সমাধান হল। তাঁদের পরামর্শ সাজিয়ে দেওয়া হল আপনাদের জন্য।
• কী বলছেন ডিজাইনাররা?
এই বছর ভালবাসার দিনে সরস্বতী পুজো! দুটো সম্পূর্ণ আলাদা ধরনের উৎসব। তাই সাজ পোশাকের ধরনও আলাদা। তাহলে কী পরলে দুটো উৎসবের পক্ষেই মানানসই হবে? ডিজাইনার অভিষেক দত্ত বললেন, 'সরস্বতী পুজো মানেই যে হলুদ শাড়ি পরতে হবে আর ভ্যালেন্টাইন'স ডে-তে রেড গাউন মাস্ট-এই কনসেপ্ট এখন আউট। আমার মনে হয় এবার যেহেতু দুটো এক দিনে পড়েছে তাই ওয়েস্টার্ন আউটফিটে না গিয়ে শাড়িতে কনসেনট্রেট করা উচিৎ। কোরাল পিঙ্ক, পিচ পার্ল শেডের শিফন বা জর্জেট জাতীয় শাড়ি পরলে দুটো অনুষ্ঠানেই মানিয়ে যাবে। রাতে ভ্যালেন্টাইন'স পার্টিতে যাওয়ার সময় অফ শোল্ডার বা ডিপ কাট ব্লাউজ পরলে লুকটা বদলে যাবে। ইয়াংস্টাররা রেডিমেড শাড়ি পরতে পছন্দ করছেন। আমার স্প্রিং কালেকশনে পিঙ্কের নানান শেডে ফ্লোরাল প্রিন্টের জর্জেট শিফন শাড়ি আছে। প্রত্যেকটার সঙ্গে রেডি ব্লাউজ পাবেন। খুব স্টাইলিশ। দুটো পারপাসই সার্ভ করবে।"
ডিজাইনার শ্যামসুন্দর বসু জানালেন, 'আমার মনে হয় এবার হলুদ লালে না গিয়ে থিম হওয়া উচিৎ সাদা। মা সরস্বতী সাদা খুব ভালবাসেন। সকালের দিকে সাদার ওপর সাদা কাজ করা জামদানি বা সেলফ কাজের সাদা শিফন জর্জেট পরতে পারেন। রাতে পার্টিতে যাওয়ার সময় ওপরে একটা রেড জ্যাকেট চাপিয়ে নিন। লুকটা বদলে যাবে। ছেলেরা সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরতে পারেন সকালে পুজোর সময়। সন্ধেবেলা রেড ব্রোকেডের হাফস্লিভ জ্যাকেট পরলেই কেল্লা ফতে। লাল ধুতির সঙ্গে সাদা জ্যাকেট স্টাইলের পাঞ্জাবি পরলেও দুটো অনুষ্ঠানে মানিয়ে যাবে।'
ডিজাইনার ইরানি মিত্র বললেন, 'এবার আমার ইন্দো-ওয়েস্টার্ন কালেকশন ইয়াং জেনারেশনের প্রব্লেম সলভ করবে। রেডি টু ওয়্যার শাড়ি -জ্যাকেট সেট সরস্বতী পুজোর সকালে যেমন পরতে পারবে তেমন সন্ধেবেলা বয়ফ্রেন্ডের সঙ্গে বেরনোর সময় পরলেও খুব স্টাইলিশ দেখাবে। আর বয়ফ্রেন্ড? তাদের জন্য আছে মিক্স আন্ড ম্যাচের শার্ট-পাঞ্জাবি, অ্যাসিমেট্রিক কাট শর্ট কুর্তা, ধুতি-জ্যাকেট সেট। হল না প্রব্লেম সলভ?'
•কী বলছেন স্টাইলিং এক্সপার্ট?
'শুধু স্টাইলিংয়ের জাদুতে বদলে দেওয়া যায় একটা মানুষের লুক বললেন স্টাইলিং এক্সপার্ট রজত। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার সময় একটা ঢাকাই জামদানি বা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, ডোকরা বা টেরাকোটার গয়না পরে খোঁপায় একটা ফুল লাগালে বা চুল খোলা রাখলে খুব সুন্দর দেখায়। ঐ একই জামদানি শাড়ি রাতে ভ্যালেন্টাইন'স পার্টিতে পরতে হলে প্রথমেই ব্লাউজটা বদলাতে হবে। স্লিভলেস টিস্যুর ব্লাউজ বা সিক্যুইনের কাজ করা অফ শোলডার ব্লাউজ বা করসেট পরলেই লুকটা ডিফারেন্ট হয়ে যাবে। হেয়ার স্টাইলও পাল্টাতে হবে। ব্যাককম্ব করে সামনেটা সেট করে টপনট করা যেতে পারে। টপনট না মানালে চুল খোলা রাখতে পারেন। শুধু কানে একটা ড্যাংলার পরলেই পার্টি লুক এসে যাবে।
শাড়ির ওপর ডিজাইনার জ্যাকেট পরলেও বেশ অন্যরকম দেখাবে। এখন এটা ট্রেন্ডে রয়েছে। সঙ্গে পনিটেল করলে স্মার্ট লুক আসবে। রঙের ক্ষেত্রেও একঘেয়ে হলুদ লাল ছেড়ে যে কোনও ফেমিনিন কালার শেডের শাড়ি বাছুন। ট্রেন্ডিংয়ে রয়েছে পিচ পিঙ্ক, রানি পিঙ্ক, মভিশ পিঙ্ক, পার্পেল, অরেঞ্জ। মিল্ক হোয়াইটও ফ্যাশনে ইন। যাই পরুন না কেন লিপস্টিক, নেলপলিশের শেড যেন প্রপার হয়। তবেই আপনি হয়ে উঠবেন আপনার প্রিয়জনের চোখের মণি।
ডিজাইনার আর স্টাইলিং এক্সপার্ট কী পরামর্শ দিচ্ছেন জানালাম আপনাদের। এবার নিজেকে সাজানোর ভার কিন্তু আপনারই।