শেষ আপডেট: 12th February 2024 18:11
কেমন হবে এবার সরস্বতী পুজোর সাজ আর সন্ধেতে ভ্যালেন্টাইন'স পার্টির লুকই বা হবে কেমন, টিপস দিলেন এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার গৌরী বোস। লিখেছেন সোমা লাহিড়ী।
সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন'স ডে কাছাকাছি সময়ে পড়লেও এক দিনে সাধারণত পড়ে না। এবার ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন'স ডে-র দিনেই সরস্বতী পুজো। তাই সাজগোজ নিয়ে ইয়াং জেনারেশন বেশ চিন্তিত। সকালে অঞ্জলি দেওয়ার সময় কী পরবে, বিকেলে বন্ধুর সঙ্গে বেরনোর সাজ কেমন হবে ভাবছে সকলেই। সমস্যার সমাধান খুঁজতে আমরা হাজির শাকম্ভরী বডি আন্ড বিউটি ক্লিনিক'-এর কর্ণধার এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার গৌরী বোসের কাছে। মেকআপ হেয়ার স্টাইল থেকে ড্রেস জুয়েলারি, সব বিষয়েই টিপস দিলেন গৌরী।
• কমলায় কনসেন্ট্রেট করুন
সরস্বতী পুজো মানেই বাসন্তী হলুদ শাড়িতে সাজতে হবে এই রকম একটা পরম্পরা চলে আসছে বহু বছর ধরে। ঐতিহ্য মেনেই এবার একটু ব্রেক দরকার। যেহেতু ভ্যালেন্টাইন'স ডের দিনে সরস্বতী পুজো তাই লাল হলুদের মিশ্রণে তৈরি কমলা রঙকে হাইলাইট করুন। অরেঞ্জ ওয়ার্ম কালার। শীতের শেষে বসন্তকে স্বাগত জানাতে এই অরেঞ্জের কোনও বিকল্প নেই। কমলার নানান রকম শেড হয় -ম্যাট থেকে ব্রাইট, যার স্কিন টোনে যেটা মানায় সেটাই পরবেন। সিল্ক , তসর, হ্যান্ডলুম বা বাংলার তাঁত, যাই পরুন তাতে যেন সোবার কনট্রাস্ট থাকে। সলিড কালারে শুধু আঁচলে স্ট্রাইপ বা ফ্লোরাল প্রিন্ট যেটা ভাল লাগে সেটাই পরুন। ব্লাউজ যেন প্রপার হয়। এখন কন্ট্রাস্ট ম্যাচ ট্রেন্ডে। শাড়ির বর্ডার বা প্রিন্টের সঙ্গে রঙ মিলিয়ে পরা যেতে পারে। রাতের পার্টিতে অফ শোল্ডার বা স্লিভলেস ব্লাউজ পরলে স্টাইলিশ লুক আসবে। তবে আপনি ক্যারি করতে পারবেন কিনা তা বুঝে পরবেন।
• গয়নাকে হাইলাইট করতে পারেন
দিনটা যেহেতু বসন্ত পঞ্চমী, তাই আপনার গয়নায় যেন থাকে বসন্তের আবাহন। মাটির গয়না এখন ট্রেন্ডে। অনেক জুয়েলারি ডিজাইনার সরস্বতী পুজোর জন্য মাটির গয়নার মোটিফে এনেছেন পলাশ, কৃষ্ণচূড়া, গাঁদা, বীণা এমনকী স্বয়ং মা সরস্বতীকেও। শাড়ির সঙ্গে পরলে ভাল দেখাবে। মাটির গয়না পছন্দ না হলে খুব স্লিক নেক পেন্ডেন্ট, রিস্ট চেন আর ইয়ার রিং পরতে পারেন। নানা ডিজাইনের রিস্ট চেন একসঙ্গে অনেকগুলো পরলে বেশ ভাল লাগে। রাতের সাজের জন্য একটু হেভি জুয়েলারি বাছতে পারেন। মুখের শেপ গোল বা ডিমের মতো হলে কানে খুব বড় ঝুমকো বা ঝোলানো দুল পরতে পারেন। এক্ষেত্রে গলায় কিছু না পরলেও চলবে। হাতে নানা রঙের চুড়ি, বালা মিলিয়ে মিশিয়ে পরলে গর্জাস লুক আসবে। যাঁদের মুখের গড়ন লম্বাটে তাঁরা খুব বড় ঝোলানো দুল না পরে বসানো টপ পরুন। রাতের পার্টিতে স্টোনের গয়নাও পরতে পারেন, অবশ্যই যদি অরেঞ্জ শাড়ির সঙ্গে মানায়।
• হেয়ার স্টাইলে থাক বিশেষ চমক
সিম্পল অথচ স্টাইলিশ হেয়ার স্টাইল পছন্দ করেন ইয়াং জেনারেশন। যাঁরা সরস্বতী পুজোর সকালে ট্র্যাডিশন মেনে খোলা চুলে অঞ্জলি দিতে যেতে চান তাঁদের বলব ডিফারেন্ট লুক আনতে বড় অরেঞ্জ গাঁদাফুল কানের পাশ দিয়ে লাগান। আর ঘাড়ের কাছে খোঁপা করলে খোঁপার একদিকে গাঁদাফুল লাগালে বেশ অন্যরকম লাগবে।ব্যাপারটা অদ্ভুত লাগলেও সরস্বতী পুজোর সকালে গাঁদার সাজে চুল সাজালে শুধু ডিফারেন্ট লুকই আসবে তা নয়, বন্ধুমহলে সেনসেশন ছড়াবে হু হু করে। রাতের পার্টি জমে যাবে যদি হেয়ার অ্যাক্সেসরি হিসেবে থাকে গ্ল্যাডিওলি ফ্লাওয়ার। অরেঞ্জিস রেড গ্ল্যাডিওলি মানাবে যে কোনও স্কিন টোনে।
রাতের সাজে টপ নট বা একটু উঁচু করে বান করা যেতে পারে। যাঁরা নাইট পার্টিতে একটু ফাঙ্কি লুক চান তাঁরা স্পাইরাল হেয়ার স্টাইল করতে পারেন। পুরো চুলটা আঁচড়ে মাথার ওপরে ক্রাউন অংশে তুলে পনি টেলের মতো বাঁধুন। তারপর চুলটা আট ভাগে ভাগ করে নিয়ে টং দিয়ে কার্ল করুন। আটটা আলাদা করে কার্ল করে নিন। তারপর কার্ল হালকা হাতে অল্প ছাড়িয়ে দিন। স্পাইরাল হেয়ার স্টাইলে অবশ্য ফ্লাওয়ার ঠিক মানাবে না। তবে টপ নটের সাইড দিয়ে গ্ল্যাডিওলি লাগালে জমে যাবে ভ্যালেন্টাইন পার্টি।
• মেকআপ লাউড নয়, অরেঞ্জ টাচ মাস্ট
দিন হোক বা রাত, ফাউন্ডেশন লাগিয়ে চড়া মেকআপ না করাই ভাল। সকালে সানস্ক্রিনের ওপর কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। ট্রান্সলুসেন্ট পাউডারও ব্যবহার করতে পারেন। যাঁরা চোখের মেকআপ করতে জানেন না তাঁরাআই লাইনার বা কাজলের রেখা টানুন। আইশ্যাডোতে ম্যাট অরেঞ্জ শেড বাছুন। লিপস্টিকের অরেঞ্জ শেড যেন খুব লাউড আর গ্লসি না হয়। ম্যাট ফিনিশড রাস্টি শেড লাগালে ভাল দেখাবে। নেল পলিশের শেড এক হলে জমে যাবে ভ্যালেন্টাইন পার্টি লুক। ফ্লোরাল নোটের পারফিউম লাগাতে ভুলবেন না।
দরকারে যোগাযোগ করতে পারেন শ্যামবাজারের শাকম্ভরী বডি আন্ড বিউটি ক্লিনিকে। ফোন: ৭০০৩৮৯৩৮৮৩