শেষ আপডেট: 26th October 2023 15:11
দ্য ওয়াল ব্যুরো: দশমী আর সিঁদুরখেলা যেন একে অপরের পরিপূরক। সিঁদুর খেলার সময় অত কী আর মনে থাকে যে কোন সিঁদুরে কী কেমিক্যাল রয়েছে বা সেটা আমাদের ত্বকের উপর কী প্রভাব ফেলবে! অত ভাববেন না প্রান ভরে আনন্দ করুন বাড়ি এসে ত্বকের কোনও সমস্যা, জ্বালাভাব দেখা দিলে এই টিপস গুলোকে মাথায় রাখলেই কয়েকদিনের মধ্যেই ফিরে পাবেন আপনার ত্বকের জেল্লা।
সবার বাড়িতে নিশ্চয়ই চাল ভেজানো হয় ভাত রান্না করার জন্য। ব্যাস ওই চাল ভেজানো জল আর ভাতের ফ্যান যে ত্বকের জন্য কতটা উপকারী তা কিন্তু কোরিয়ানদের স্কিন দেখলেই বোঝা যায়। শুধুই কেড্রামা দেখা আর কোরিয়ান ফুড খেলেই হবে না, তাঁদের মত স্কিন পেতে এবং ত্বককে সতেজ করে তুলতে ব্যবহার করুন চাল ভেজানো জল।
একটা স্প্রে বোতলে চাল ভেজানো জল ভরে রেখে দিন। রোজ ভাল করে মুখ পরিষ্কার করে ওই চাল ভেজানো জল স্প্রে করুন মুখে। প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে এই চাল ভেজানো জল।
এই চাল ভেজানো জল মুখে লাগানোর আগে অবশ্যই ক্লিনজার দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। সিঁদুর খেলার সময় চুলেও যদি সিঁদুর লেগে গিয়ে থাকে তাহলে বাড়ি এসে আগে ভাল করে শ্যাম্পু করে নিন তারপর ওই চাল ভেজানো জল চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসাজ করে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনারের কাজ করবে এই চাল ধোয়া জল।
ত্বকের মৃত কোষ পরিষ্কার করতেও কাজে লাগে এই চাল ভেজানো জল। এমনকি চাল ভেজানো জল দিয়ে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন স্ক্রাবও। যাঁদের মুখে ব্রন বেরিয়ে গেছে সিঁদুর খেলার পর তাঁরাও কিন্তু ব্যবহার করতে পারেন এই চাল ভেজানো জল। আপনার ত্বককে ঠাণ্ডা রাখার সঙ্গে সঙ্গে ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতেও সাহায্য করবে এই ঘরোয়া পদ্ধতি।